October 25, 2024, 4:21 pm

সংবাদ শিরোনাম :
টাঙ্গাইল প্রেসক্লাবের সাধারণ সভায় আ’লীগ নেতাসহ ৯ জনের সদস্যপদ বাতিল পাইকগাছায় ঘুর্ণিঝড় ডানার প্রভাবে অসহায় দিনমজুর সহিলের মাথা গোজার ঠাইটুকু হারিয়ে ফেলেছে খুলনা জেলা কারাগারে হাজতি ও কয়েদির সাথে মারামারি ৭ম আন্তর্জাতিক Flight Safety Seminar 2024 এর সমাপনী অনুষ্ঠান বিগত ১ বছরে দুবার ঝড়ে কপাল পোড়েছে কয়রা বাসির দুর্নীতিতে অভিযুক্ত তবুও নির্বাহী প্রকৌশলী শারমিনকে গাজীপুরে পদায়ন সাবেক কমিশনার হারুনের দাপটে বসত ভিটে ছড়া এক দম্পতি   খুলনা কয়রায় হামলা করে আসামি ছিনতাই, ৫ পুলিশ সদস্য আহত খুলনা পাইকগাছায় বিগত এক বছরে সড়ক দুর্ঘটনায় নিহত ১৪ আহত ৫৬  কয়রায় এক নারী বাসা বাড়ি কাজ করতে করতে বর্তমানে চা বিক্রি করেই স্বাবলম্বী

খুলনাতেও ছড়িয়ে পড়ছে ডেঙ্গু: খুমেকে ২৪ ঘণ্টায় চার রোগী ভর্তি, চিকিৎসাধীন ১৯।

দুর্নীতি রিপোর্ট ডেক্সঃ খুলনাতেও ডেঙ্গু রোগ ছড়িয়ে পড়েছে। গত ২৪ ঘণ্টায় চারজন ডেঙ্গু আক্রান্ত রোগী খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছে। বর্ষা মৌসুমে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

খুলনা মেডিক্যাল কলেজ (খুমেক) হাসপাতাল সূত্র জানায়, গত ২৪ ঘণ্টায় খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত চারজন রোগী ভর্তি হয়েছেন। এছাড়া দুজন রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। বর্তমানে ১৯ জন ডেঙ্গু আক্রান্ত রোগী খুমেক হাসপাতালে ভর্তি রয়েছেন। এছাড়া গত জানুয়ারি থেকে ৬ জুলাই পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে খুমেক হাসপাতালে ৫৫জন রোগী চিকিৎসা নিয়েছেন। নড়াইলের শিক্ষার্থী মোহাইমিনুল বলেন, তিনি ঢাকায় থেকে লেখাপড়া করেন। গত সোমবার তার সারা শরীর কাপিয়ে জ¦র আসে। এরপর বাড়ি চলে আসলে তাকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে তার ডেঙ্গু ধরা পড়ে। এখন তার শরীর ভালোর দিকে। বাগেরহাটের শরণখোলা উপজেলার বাসিন্দা ইদ্রিস আলী বলেন, তিনি ঢাকায় কাজের উদ্দেশে গিয়েছিলেন। ঈদের দুদিন আগে বাড়ি আসার পর তার জ¦র আসে। তাকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে তার ডেঙ্গু ধরা পড়ে। খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক ডা. রবিউল হাসান বলেন, ঈদের পর থেকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা বৃদ্ধি পেয়েছে। প্রত্যেকটি মেডিক্যাল ওয়ার্ডে ডেঙ্গু কর্নার করা আছে। পরিস্থিতি যদি আরো খারাপ হয়-তাহলে করোনা ওয়ার্ডের পাশে ডেঙ্গু ওয়ার্ডের ব্যবস্থা করা হবে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন