December 23, 2024, 3:52 pm

সংবাদ শিরোনাম :
জনগণের প্রত্যাশা পূরণে অন্তবর্তীকালীন সরকার ধীর গতিতে চলছে:উত্তরা পূর্ব থানা কর্মিসভায় আমিনুল হক পারিবারিক কলহের জেরে আপন ভাই কর্তৃক জলিল হত্যা মামলার পলাতক আসামি সাগর (২০) কে চট্টগ্রাম থেকে গ্রেফতার করেছে র‌্যাব-১ ও র‍্যাব-৭ লাখো মুসল্লির অশ্রু সজল নয়নে আমিন-আমিন ধ্বনীতে আখেরি মোনাজাতের মধ্যদিয়ে শেষ হলো দাওয়াতে ইসলামীর তিন দিনের ইজতেমা কালীগঞ্জে ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী জামিনী কান্ত, গ্রেফতার  ২৯০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে ডিবি-গুলশান সিভিল এভিয়েশন একাডেমিতে ICAO CAA Approval of Training Organizations (ATO) Course এর সমাপনী অনুষ্ঠিত খুলনায় সন্ত্রাসীদের গুলিতে একজন নিহত ঢাকায় ১৯ ডিসেম্বর শুরু হচ্ছে দাওয়াতে ইসলামীর ইজতিমা উত্তরা প্রেসক্লাবের আয়োজনে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত দক্ষিনখানে রাজউকের নিয়ম-নীতির তোয়াক্কা না করে ভবন নির্মাণ করছে মধ্য আজিমপুরের ইসলাম বোখারী রোডে মোহাম্মদ আব্দুল্লাহ

খুবি অফিসার্স কল‍্যান পরিষদের নব-নির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক

নঈমুল আলমঃ খুলনা বিশ্ববিদ্যালয় অফিসার কল্যাণ পরিষদের দ্বি-বার্ষিক নির্বাচন-২০২৪ এ সভাপতি পদে প্রশাসন শাখার উপ-রেজিস্ট্রার দীপক চন্দ্র মন্ডল ১২৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছে। তাঁর নিকটতম প্রতিদ্বন্দী ড্রইং এন্ড পেইন্টিং ডিসিপ্লিনের সহকারী রেজিস্ট্রার আবদুর রহমান পেয়েছেন ১২১ ভোট।

সাধারণ সম্পাদক পদে সংস্থাপন-১ শাখার উপ-রেজিস্ট্রার মো. শহিদুল আলম হাওলাদার ১৩৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দী এস্টেট শাখার সহকারী রেজিস্ট্রার এস এম মোহাম্মদ আলী পেয়েছেন ৯২ ভোট।

সহ-সভাপতির ২টি পদে নির্বাচিত হয়েছেন যথাক্রমে পরীক্ষা নিয়ন্ত্রণ বিভাগের সহকারী রেজিস্ট্রার মো. রফিকুল ইসলাম বাবু ও শহিদ বুদ্ধিজীবী ডা. আলীম চৌধুরী চিকিৎসা কেন্দ্রের সিনিয়র মেডিকেল অফিসার ডা. শেখ সাঈদ আফতাব। যুগ্ম-সাধারণ সম্পাদক পদে সংস্থাপন-১ শাখার সহকারী রেজিস্ট্রার মুহাম্মদ রফিকুল ইসলাম, অর্থ সম্পাদক পদে সংস্থাপন-১ শাখার সহকারী রেজিস্ট্রার শেখ মো. সোহরাব হোসেন ও দপ্তর সম্পাদক পদে উপাচার্যের কার্যালয়ের সহকারী রেজিস্ট্রার মো. আজমুল হুদা আজাদ নির্বাচিত হয়েছেন।

এছাড়া প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে আইকিউএসির সেকশন অফিসার মো. মোস্তফা আল মামুন প্রবাল, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে প্রকৌশল বিভাগের সহকারী রেজিস্ট্রার মো. মেহেদী হাসান এবং সমাজকল্যাণ সম্পাদক পদে শহিদ বুদ্ধিজীবী ডা. আলীম চৌধুরী চিকিৎসা কেন্দ্রের সহকারী রেজিস্ট্রার (ল্যাব) সাঈদা আক্তার রিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

নির্বাহী সদস্যের ৭টি পদে নির্বাচিত হয়েছেন- সংস্থাপন-১ শাখার সেকশন অফিসার সানজিদা আক্তার সোমা, সংস্থাপন-৩ শাখার সেকশন অফিসার কাজী মো. মুজাহিদুল ইসলাম, প্রকৌশল বিভাগের নির্বাহী প্রকৌশলী সামিউল ইসলাম, গণিত ডিসিপ্লিনের সহকারী রেজিস্ট্রার (ল্যাব) এইচ এম ইকবাল হোসেন, আইসিটি সেলের নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার সাগর বিশ্বাস ও ব্যবসায় প্রশাসন ডিসিপ্লিনের সেকশন অফিসার ইউসুফ রায়হান।

এর আগে বিশ্ববিদ্যালয়ের শহিদ তাজউদ্দীন ভবনে গতকাল মঙ্গলবার (৩০ জানুয়ারি) বেলা ০১.৩০ মিনিট থেকে বিকাল ৪.৩০ মিনিট পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে মোট ৩৩২ জন ভোটারের মধ্যে ৩২৪ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। ভোটগ্রহণের পর গণনা শেষে রাত ১২টায় ফলাফল প্রকাশ করা হয়। এবারের নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন অর্থ ও হিসাব বিভাগের উপ-পরিচালক মাসুদুল হাসান। দুইজন নির্বাচন কমিশনার ছিলেন যথাক্রমে প্রকৌশল বিভাগের নির্বাহী প্রকৌশলী সেখ মো. সাইফুল আলম বাদশা ও কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং ডিসিপ্লিনের উপ-রেজিস্ট্রার প্রীতিশ কুমার রায়।

এদিকে আজ বুধবার বেলা ১টায় নবনির্বাচিত পরিষদের শপথগ্রহণ অনুষ্ঠিত হয়। পরিষদের গঠনতন্ত্র অনুযায়ী প্রধান নির্বাচন কমিশনার নির্বাচিত পরিষদের সভাপতিকে শপথ পড়ান। পরে সভাপতি নির্বাচিত অন্যান্যদের শপথ পড়ান। এ সময় নবনির্বাচিত পরিষদের নেতৃবৃন্দকে বিদায়ী কমিটির পক্ষ থেকে সভাপতি প্রকৌশলী এস এম মনিরুজ্জামান ফুল দিয়ে শুভেচ্ছা জানান। শপথগ্রহণ অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। পরে নবনির্বাচিত পরিষদের পক্ষ থেকে বিশ্ববিদ্যালয়ে অবস্থিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল কালজয়ী মুজিব, শহিদ মিনার ও অদম্য বাংলা শ্রদ্ধা নিবেদন করা হয়।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন