December 23, 2024, 2:37 am
নিজস্ব প্রতিনিধিঃ হায়রে জীবন খিলক্ষেত থানায় কর্মরত ড্রাইভার কনস্টেবল মোঃ রায়হান। খিলক্ষেত থানাধীন কূরাতুলি পুলিশ বক্স ফ্লাইওভারের পাশে। রাত ১২.৩০ মিনিট এর সময় খিলক্ষেত থানার ওসির ডিজিটে আসলে,রায়হানের সঙ্গে ডিউটি থাকা এসআই সিসি নিয়ে ভিজিট করাইতে যায়। ড্রাইভার রায়হান তার গাড়ির ফোর্সেদের এলার্ট করার জন্য গাড়ীর পিছনে গেলে। পিছন থেকে ট্রাক এসে তাকে ধাক্কা দিলে মারাত্মক জখম হয় ঘটনাস্থল থেকে উদ্ধার করে কুর্মিটোলা হাসপাতালে নিলে কর্তব্যরত ডক্টর তার মৃত্যু ঘোষণা করেন।” ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। পুলিশের জানামতে রায়হান খুব ভালো ছেলে ছিল তার দেশের বাড়ি রাজশাহী। তার আত্মার মাগফেরাত কামনা করছি। এবং সকলের কাছে দোয়া কামনা করছি।