October 22, 2024, 3:47 pm

সংবাদ শিরোনাম :
খুলনা পাইকগাছায় বিগত এক বছরে সড়ক দুর্ঘটনায় নিহত ১৪ আহত ৫৬  কয়রায় এক নারী বাসা বাড়ি কাজ করতে করতে বর্তমানে চা বিক্রি করেই স্বাবলম্বী কয়রা প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে পাইকগাছা উপজেলা বিএনপির সভাপতির মতবিনিময় সভা  আন্তরজাতকি এয়ারট্রাফকি কন্‌ট্রালারূক্স ডে উদযাপন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মোহাম্মদ আতিকুল ইসলামকে গ্রেফতার ১৯তম জাতীয় ফার্নিচার মেলা শুরু রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় কেশবপুরে বিসর্জনের মধ্য দিয়ে ৮৯ টি মন্ডপে  দুর্গা পূজা সুষ্ঠু ভাবে সম্পন্ন হলো  ঋণখেলাপি তারেক চৌধুরী অপকর্মের শেষ কোথায়।অবৈধ ক্ষমতার দাপটে গড়ে তুলেছেন ক্যাডার বাহিনি বিপুল পরিমাণ স্বর্ণালংকার চুরির ঘটনায় তিন গৃহকর্মী গ্রেফতার, ৩১ ভরি স্বর্ণালংকার উদ্ধার পূজামণ্ডপ পরিদর্শন করেন বেবিচক চেয়ারম্যান

খিলক্ষেতে ট্রেনের ধাক্কায় আইনজীবী নিহত

মনির হোসেন জীবন- রাজধানীর খিলক্ষেত রেলক্রসিং এলাকায় রেললাইনে ট্রেনের ধাক্কায় এক আইনজীবীর প্রাণহানি হয়েছে।

পুলিশ বলছে, নিহতের নাম ইকবাল হোসেন (৪৫) । গাজীপুর জেলার টঙ্গি পূর্ব থানার ১৯৪, হাফিজ উদ্দীন বেপারি রোড, টঙ্গি দক্ষিণ আরিচপুর গ্রামের আলী আকবরের পুত্র।তিনি ধানমন্ডি ১০/এ রোডের ২৩১ নম্বর বাসায় থাকতেন এবং পুরান ঢাকার জজকোর্টের আইনজীবী হিসেবে কর্মরত ছিলেন ।

রোববার দিবাগত রাত পৌনে ১১টার দিকে খিলক্ষেত রেলগেটের দক্ষিণ পাশে এ দুর্ঘটনা ঘটে।

আজ সোমবার সকালে বিমানবন্দর পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) মো: আলী আকবর দুর্নীতি রিপোর্ট ২৪. কমকে জানান, রোববার দিবাগত রাত ১১ টার দিকে রাজধানীর খিলক্ষেত রেলগেটের দক্ষিণ পাশে রেললাইন পারাপার হবার সময় কমলাপুর থেকে ছেড়ে যাওয়া চট্রগ্রাম গামী চট্রগ্রাম মেইল ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই মারা মারা যান আইনজীবী ইকবাল হোসেন। পরে ঢাকা রেলওয়ে থানা কমলাপুর (জিআরপি) পুলিশের সদস্যরা রাত ১২টার দিকে ঘটনাস্থল থেকে নিহতের মরদেহটি উদ্ধার করেন।

তিনি আরো জানান, নিহতের পরনে ছিল কালো রঙয়ের ফুলপ্যান্ট, কালো চিকন বেল্ট ও লাল সাদা রঙয়ের শার্ট। পা ছিন্নবিচ্ছিন্ন, মাথা, হাতসহ শরীরের বিভিন্ন অংশে আঘাতের কালো দাও রয়েছে। এটি ট্রেন দুর্ঘটনা, আত্নহত্যা নাকি অন্য কিছু। এব্যাপারে এখন কোন কিছু বলা যাচেছ না। বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হচেছ, অধিকতর তদন্তের পর বলা যাবে।

এসআই আলী আকবর দুর্নীতি রিপোর্ট ২৪. কমকে আরো জানান, পরে তার কাছে থাকা ভিজিটিং কার্ড পাওয়া গেলে পরবর্তীতে তার স্বজনদের সঙ্গে কথা বলে পরিচয় শনাক্ত করা হয়। তবে, কেন তিনি খিলক্ষেত এলাকায় গিয়েছিলেন স্বজনরা জানাতে পারেননি।

ময়নাতদন্তের জন্য নিহতের মরদেহ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এঘটনায় ঢাকা রেলওয়ে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে বলে জানান রেলওয়ে পুলিশের এ কর্মকর্তা।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন