December 23, 2024, 8:51 am

সংবাদ শিরোনাম :
জনগণের প্রত্যাশা পূরণে অন্তবর্তীকালীন সরকার ধীর গতিতে চলছে:উত্তরা পূর্ব থানা কর্মিসভায় আমিনুল হক পারিবারিক কলহের জেরে আপন ভাই কর্তৃক জলিল হত্যা মামলার পলাতক আসামি সাগর (২০) কে চট্টগ্রাম থেকে গ্রেফতার করেছে র‌্যাব-১ ও র‍্যাব-৭ লাখো মুসল্লির অশ্রু সজল নয়নে আমিন-আমিন ধ্বনীতে আখেরি মোনাজাতের মধ্যদিয়ে শেষ হলো দাওয়াতে ইসলামীর তিন দিনের ইজতেমা কালীগঞ্জে ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী জামিনী কান্ত, গ্রেফতার  ২৯০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে ডিবি-গুলশান সিভিল এভিয়েশন একাডেমিতে ICAO CAA Approval of Training Organizations (ATO) Course এর সমাপনী অনুষ্ঠিত খুলনায় সন্ত্রাসীদের গুলিতে একজন নিহত ঢাকায় ১৯ ডিসেম্বর শুরু হচ্ছে দাওয়াতে ইসলামীর ইজতিমা উত্তরা প্রেসক্লাবের আয়োজনে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত দক্ষিনখানে রাজউকের নিয়ম-নীতির তোয়াক্কা না করে ভবন নির্মাণ করছে মধ্য আজিমপুরের ইসলাম বোখারী রোডে মোহাম্মদ আব্দুল্লাহ

খিলক্ষেতে ট্রেনের ধাক্কায় আইনজীবী নিহত

মনির হোসেন জীবন- রাজধানীর খিলক্ষেত রেলক্রসিং এলাকায় রেললাইনে ট্রেনের ধাক্কায় এক আইনজীবীর প্রাণহানি হয়েছে।

পুলিশ বলছে, নিহতের নাম ইকবাল হোসেন (৪৫) । গাজীপুর জেলার টঙ্গি পূর্ব থানার ১৯৪, হাফিজ উদ্দীন বেপারি রোড, টঙ্গি দক্ষিণ আরিচপুর গ্রামের আলী আকবরের পুত্র।তিনি ধানমন্ডি ১০/এ রোডের ২৩১ নম্বর বাসায় থাকতেন এবং পুরান ঢাকার জজকোর্টের আইনজীবী হিসেবে কর্মরত ছিলেন ।

রোববার দিবাগত রাত পৌনে ১১টার দিকে খিলক্ষেত রেলগেটের দক্ষিণ পাশে এ দুর্ঘটনা ঘটে।

আজ সোমবার সকালে বিমানবন্দর পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) মো: আলী আকবর দুর্নীতি রিপোর্ট ২৪. কমকে জানান, রোববার দিবাগত রাত ১১ টার দিকে রাজধানীর খিলক্ষেত রেলগেটের দক্ষিণ পাশে রেললাইন পারাপার হবার সময় কমলাপুর থেকে ছেড়ে যাওয়া চট্রগ্রাম গামী চট্রগ্রাম মেইল ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই মারা মারা যান আইনজীবী ইকবাল হোসেন। পরে ঢাকা রেলওয়ে থানা কমলাপুর (জিআরপি) পুলিশের সদস্যরা রাত ১২টার দিকে ঘটনাস্থল থেকে নিহতের মরদেহটি উদ্ধার করেন।

তিনি আরো জানান, নিহতের পরনে ছিল কালো রঙয়ের ফুলপ্যান্ট, কালো চিকন বেল্ট ও লাল সাদা রঙয়ের শার্ট। পা ছিন্নবিচ্ছিন্ন, মাথা, হাতসহ শরীরের বিভিন্ন অংশে আঘাতের কালো দাও রয়েছে। এটি ট্রেন দুর্ঘটনা, আত্নহত্যা নাকি অন্য কিছু। এব্যাপারে এখন কোন কিছু বলা যাচেছ না। বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হচেছ, অধিকতর তদন্তের পর বলা যাবে।

এসআই আলী আকবর দুর্নীতি রিপোর্ট ২৪. কমকে আরো জানান, পরে তার কাছে থাকা ভিজিটিং কার্ড পাওয়া গেলে পরবর্তীতে তার স্বজনদের সঙ্গে কথা বলে পরিচয় শনাক্ত করা হয়। তবে, কেন তিনি খিলক্ষেত এলাকায় গিয়েছিলেন স্বজনরা জানাতে পারেননি।

ময়নাতদন্তের জন্য নিহতের মরদেহ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এঘটনায় ঢাকা রেলওয়ে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে বলে জানান রেলওয়ে পুলিশের এ কর্মকর্তা।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন