December 22, 2024, 11:03 pm

সংবাদ শিরোনাম :
জনগণের প্রত্যাশা পূরণে অন্তবর্তীকালীন সরকার ধীর গতিতে চলছে:উত্তরা পূর্ব থানা কর্মিসভায় আমিনুল হক পারিবারিক কলহের জেরে আপন ভাই কর্তৃক জলিল হত্যা মামলার পলাতক আসামি সাগর (২০) কে চট্টগ্রাম থেকে গ্রেফতার করেছে র‌্যাব-১ ও র‍্যাব-৭ লাখো মুসল্লির অশ্রু সজল নয়নে আমিন-আমিন ধ্বনীতে আখেরি মোনাজাতের মধ্যদিয়ে শেষ হলো দাওয়াতে ইসলামীর তিন দিনের ইজতেমা কালীগঞ্জে ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী জামিনী কান্ত, গ্রেফতার  ২৯০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে ডিবি-গুলশান সিভিল এভিয়েশন একাডেমিতে ICAO CAA Approval of Training Organizations (ATO) Course এর সমাপনী অনুষ্ঠিত খুলনায় সন্ত্রাসীদের গুলিতে একজন নিহত ঢাকায় ১৯ ডিসেম্বর শুরু হচ্ছে দাওয়াতে ইসলামীর ইজতিমা উত্তরা প্রেসক্লাবের আয়োজনে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত দক্ষিনখানে রাজউকের নিয়ম-নীতির তোয়াক্কা না করে ভবন নির্মাণ করছে মধ্য আজিমপুরের ইসলাম বোখারী রোডে মোহাম্মদ আব্দুল্লাহ

কয়রা প্রেসক্লাবে মিথ‍্যা মামলা করার প্রতিবাদে সংবাদ সম্মেলন

আব্দুল্লাহ আল কাওছারঃ খুলনা কয়রায় মৎস্য ঘের লুটপাটের অভিযোগে মিথ্যা মামলা দিয়ে হয়রারির প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে উপজেলার আটরা গ্রামের মৃত ছবেদ আলী মোড়লের পুত্র মোঃ রিয়াছাদ আলী।

গতকাল শনিবার (৯ নভেম্বর) বেলা ১১টায় কয়রা উপজেলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে জমির মালিকদের পক্ষে লিখিত বক্তব্যে তিনি বলেন , কয়রা উপজেলার মহারাজপুর ইউনিয়নের আটরা গ্রামের ইসহাক আলী মোড়লের ছেলে মিজানুর রহমান মোড়ল ও ইলিয়াজ গাজীর ছেলে ইখলিয়াজ উদ্দীন লিটনকে বিগত ২০১৯ সাল হতর ২০২৩ সাল পর্যন্ত ৪০ বিঘা জমি হারিতে লিজ দেয়।

প্রতি বিঘা জমি ৫ হাজার টাকা হারিতে ডিড প্রদান করা হয় । অথচ হারি দেওয়ার শুরু থেকে৷ বিগত আওয়ামী সরকারের সাবেক এমপি আক্তারুজ্জামান বাবুর প্রভাব দেখিয়ে কোন হারি পরিশোধ না করে তারা মৎস্য ঘের করে থাকে। গত ৬ বছরে তাদের নিকট ১২ লক্ষ টাকা হারি পাওনা রয়েছে ।

এছাড়া ২০২৩ সালে তাদের ঘেরের ডিড শেষ হলেও ২০২৪ সালের অক্টোবর পর্যন্ত তারা গায়ের জোরে ঘের দখলে রেখেছে। পরবর্তীতে হারির টাকা না পেয়ে আমাদের নিজেদের জমি আমরা অনুকূলে নিয়েছি। আমাদের জমি আমরা অনুকূলে নেওয়ার পর প্রতিপক্ষ মিজানুর রহমান আদালতে মিথ্যা মামলা দিয়ে জমির মালিকদের হয়রানি করছে। ঐ মামলায় যাদেরকে আসামী করা হয়েছে তারা কোন ঘের দখলের সাথে কোন প্রকার জড়িত ছিলনা।

ঘের দখলের কোন ঘটনাই ঘটেনি। প্রতিপক্ষরা তাদের ফায়দা হাসিল করতে না পেরে মিথ্যা মামলা দায়ের করে হয়রানী করছে। সংবাদ সম্মেলনের মাধ্যমে ঘটনার তদন্ত পূর্বক সঠিক তথ্য উদঘাটনের জন্য প্রশাসনের সহযোগিতা কামনা করা হয়েছে । এ সময় সংবাদ সম্মেলন জমির মালিকদের পক্ষে উপস্থিত ছিলেন ়আবু দাউদ গাইন, আবুল কালাম, নুর ইসলাম, হোসেন আলী ও গাজী রহমান।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন