December 22, 2024, 10:53 pm
আব্দুল্লাহ আল কাওছারঃ খুলনা কয়রায় দুর্যোগকালিন সময় আশ্রয় নেওয়া সাইক্লোন সেন্টার ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। গত বুধবার সকাল ১০ টায় ৬নং কয়রা প্রাথমিক বিদ্যালয়ের সাইক্লোন শেল্টারের জেজেএসের প্রস্তুুতি প্রকল্পের উদ্যোগে শাপলা নীড় জাপানের সহযোগিতায় এই সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।
ইউপি সদস্য হরেন্দ্রনাথ সরকারের সভাপতিত্বে সমন্বয় সভায় বক্তব্য রাখেন জেজেএসের প্রস্তুতি প্রকল্পের এপিও এস এম এ মজিদ, প্রধান শিক্ষক ভবেশ চন্দ্র মন্ডল, ইউপি সদস্য মুর্শিদা খাতুন,আইসিডির প্রতিনিধি আশিকুজ্জামান আশিক, স্বেচ্ছাসেবী মিজানুর রহমান লিটন, আঃ রউফ, তানিয়া সুলতানা প্রমুখ।
সভায় ঘুর্নিঝড়ের প্রস্তুুতিমুলক মাসিক সভা, ঘুর্নিঝড়ের পুর্বাআভাস, সিগনাল বিষয়ে জানা, কমিটির দায়িত্ব ও কর্তব্য সহ বিভিন্ন বিষয নিয়ে বিস্তারিত আলোচনা অনুষ্ঠিত হয়। এতে ১৫ জন সদস্য অংশগ্রহণ করে।