December 23, 2024, 8:42 am
ট্রান্সফার ফি’র ক্ষতিপূরন বাবদ ফিফার কাছে ৫০ মিলিয়ন ইউরো দাবী করেছে ইউক্রেনিয়ান ক্লাব শাখতার দোনেস্ক।
ইউক্রেনে রাশিয়ার সামরিক আগ্রাসনের কারনে জুনে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রন সংস্থা বিদেশী খেলোয়াড়দের সাথে ক্লাবগুলোর চুক্তি বাতিলের সিদ্ধান্ত জানিয়েছিল। ক্লাবগুলো যদিও এ ব্যপারে সর্বোচ্চ ক্রীড়া আদালত কোর্ট অব আরবিট্রেশনে আপীল করেছিল। এ সম্পর্কে শাখতার দোনেস্কর প্রধান নির্বাহী সার্গেই পালকিন বিবিসি স্পোর্টসকে বলেছেন, ‘আমরা এটা করতে বাধ্য হয়েছি।
কারন ফিফা আমাদের প্রতি পুরোপুরি অবিচার করেছে। এর মাধ্যমে আমরা ট্রান্সফার বাবদ খেলোয়াড়দের চুক্তি শেষে যে পরিমান অর্থ আয় করতে পারতাম তার সবই শেষ হয়ে গেছে। ক্লাবগুলো ব্যপক ক্ষতির সম্মুখীন হয়েছে। এই মুহূর্তে এমনিতেই ইউক্রেনিয়ার ক্লাবগুলো যুদ্ধ পরিস্থিতির মধ্যে রয়েছে। ফিফার অবশ্যই এই ক্লাবগুলোর প্রতি কিছুটা হলেও সম্মান জানানো উচিৎ ছিল। ক্লাবগুলোকে রক্ষা করার কোন ইচ্ছা ফিফা দেখায়নি। পুরো পরিস্থিতির কিভাবে সমাধান করা যায় সে ব্যপারে আমাদের সাথেও কোন ধরনের আলোচনা তারা করেনি। যুদ্ধের শুরু থেকে পুরোপুরি ধ্বংস হয়ে যাওয়া ইউক্রেনিয়ার ফুটবলের প্রতি তারা সর্বোচ্চ অবহেলা দেখিয়েছে।
চ্যাম্পিয়ন্স লিগে নিয়মিত খেলে আসছে ইউক্রেনিয়ার চ্যাম্পিয়ন এই ক্লাবটি। ফিফার আইনানুযায়ী খেলোয়াড়দের সাথে চুক্তি বাতিল হওয়ায় ইতোমধ্যেই চারজন সেরা বিদেশী খেলোয়াড়কে হারিয়েছে শাখতার। এর ফলে সব মিলিয়ে ৫০ মিলিয়ন ইউরো ক্ষতি হয়েছে বলে পালকিন দাবী জানিয়েছেন। খেলোয়াড়দের এজেন্টরা অবশ্য এ ব্যপারে ক্লাবের সাথে সমঝোতার ভিত্তিতে চুক্তি বাতিলের বিষয়ে পরামর্শ দিয়েছিল। তাতে করে পরবর্তী ট্রান্সফারে ক্লাবগুলো আর্থিকভাবে কিছুটা হলেও সুবিধাজনক অবস্থানে থাকতে পারতো।
গত ২১ জুন ফিফা এক আইনের মাধ্যমে বলেছির ৩০ জুনের মধ্যে ক্লাবগুলো যদি খেলোয়াড়দের সাথে কোন ধরনের সমঝোতায় পৌঁছাতে না পারে তবে ২০২৩ সালের ৩০ জুন ইউক্রেনিয়ান ক্লাবগুলোর সাথে বিদেশী খেলোয়াড় ও কোচরা তাদের চুক্তি বাতিল করতে পারবে।
শাখতারে ১৪ জন বিদেশী খেলোয়াড় রয়েছে। ক্লাবের ক্ষতি পুষিয়ে নিতে শাখতার এই খেলোয়াড়দের মধ্যে কয়েকজনকে অন্য ক্লাবের কাছে ভাল মূল্যে বিক্রি করতে চেয়েছিল। ১৩ বারের ইউক্রেনিয়ার চ্যাম্পিয়নদের যুদ্ধ পরবর্তী পরিস্থিতিতে ঘুড়ে দাঁড়ানোর জন্য এর বিকল্প কিছু নেই। শাখতারের দাবী খেলোয়াড়দের সাথে চুক্তির বিষয় চূড়ান্ত করতে তারা মাত্র এক সপ্তাহ সময় হাতে পেয়েছে। এত কম সময়ে ট্রান্সফার ফি নিয়ে আলোচনা সম্ভব নয়।
শাখতার জানিয়েছে ফিফা আইনের কারনে মিডফিল্ডার মানোর সলোমোন তার স্থায়ী চুক্তি বাতিল করে ফুলহ্যামে পাড়ি জমিয়েছেন। ব্রাজিলিয়ান মিডফিল্ডার মাতেয়াস কারডোসো লেমোস মার্টিনসও অলিম্পিক লিঁওতে চলে গেছেন।
যুদ্ধের কারনে গত ২৭ এপ্রিল থেকে ইউক্রেনিয়ার শীর্ষ লিগ বন্ধ রয়েছে।
এ সম্পর্কে ফিফার তাৎক্ষনিক কোন মন্তব্য পায়নি বিবিসি।
সুর-বাসস