December 23, 2024, 9:05 am
সুমন টঙ্গীঃ ক্রিকেট খেলাকে আরও ‘দর্শক বান্ধব’ করতে টঙ্গী বাজারের কাপড় ব্যবসায়ী মালিক ও কর্মচারী সকলে মিলে টিম গঠন করেন ৬টি।
১,বিক্রমপুর ভদ্র সমাজ, ২,দোহার টাইগার, ৩,টঙ্গী যুব এক্সপ্রেস,, ৪,কিশোরগঞ্জ দূরন্ত এক্সপ্রেস,, ৫,গোপালগঞ্জ একাদশ,, ৬,কুমিল্লা ভিক্টোরিয়া,, প্রতিটি দলের সাথে ২টি করে ম্যাচ ছিলো। এই ৬টি দলের সাথে লড়াই করে। গোপালগঞ্জ একাদশ, ও কুমিল্লা ভিক্টোরিয়া, ফাইনালে উঠেছে, গোপালগঞ্জ একাদশ ক্যপ্টেন ডালিম বলেন আমি বিশ্বাস করতে পারছি না আজ সকল দলকে হারিয়ে আমাদের দল ফাইনালে ওঠেছে।কুমিল্লা ভিক্টোরিয়া সাথে আমাদের খেলা।
তাঁদের টিমের সকলে খুবই ভালো খেলেন।
একের পর এক নতুন পরিকল্পনা সাজাচ্ছে গোপালগঞ্জ একাদশ vs কুমিল্লা ভিক্টোরিয়া, ক্রিকেটে নতুন সব চমক এনে, চার ছক্কায় দর্শকদের চমকে দিতে চাচ্ছে তারা । ১০/০৩/২০২২/তারিক আগামী কাল টঙ্গী বিশ্ব ইজতেমা মাঠে আসার আমন্ত্রিত রইল সকল ক্রিকেট বক্তদের।নিদিষ্ট টাইম সকাল ০৭,৩০ মিনিটে ফাইনাল ম্যাচ টি শুরু করা হবে। গোপালগঞ্জ একাদশ vs কুমিল্লা ভিক্টরিয়া।