October 25, 2024, 8:29 am

সংবাদ শিরোনাম :
খুলনা জেলা কারাগারে হাজতি ও কয়েদির সাথে মারামারি ৭ম আন্তর্জাতিক Flight Safety Seminar 2024 এর সমাপনী অনুষ্ঠান বিগত ১ বছরে দুবার ঝড়ে কপাল পোড়েছে কয়রা বাসির দুর্নীতিতে অভিযুক্ত তবুও নির্বাহী প্রকৌশলী শারমিনকে গাজীপুরে পদায়ন সাবেক কমিশনার হারুনের দাপটে বসত ভিটে ছড়া এক দম্পতি   খুলনা কয়রায় হামলা করে আসামি ছিনতাই, ৫ পুলিশ সদস্য আহত খুলনা পাইকগাছায় বিগত এক বছরে সড়ক দুর্ঘটনায় নিহত ১৪ আহত ৫৬  কয়রায় এক নারী বাসা বাড়ি কাজ করতে করতে বর্তমানে চা বিক্রি করেই স্বাবলম্বী কয়রা প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে পাইকগাছা উপজেলা বিএনপির সভাপতির মতবিনিময় সভা  আন্তরজাতকি এয়ারট্রাফকি কন্‌ট্রালারূক্স ডে উদযাপন

ক্যান্টনমেন্ট রেলস্টেশনে মৈত্রী ট্রেন থেকে বিদেশী মদ, শাড়িকাপড়সহ প্রায় ২৪ লাখ টাকার মালামাল জব্দ।

মনির হোসেন জীবনঃ রাজধানী ঢাকার ক্যান্টনমেন্ট রেলওয়ে স্টেশন থেকে কোলকাতা থেকে ঢাকায় আগত মৈত্রী ট্রেন (ভারতীয় রেলগাড়ি)তে ঝটিকা অভিযান চালিয়ে বিপুল পরিমান বিদেশী মদ, শাড়িকাপড়, থ্রি-পিস ও কসমের্ট্রিকস জব্দ করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর কর্তৃপক্ষ।উদ্বারকৃত মালামালের বাজার মূল্য প্রায় ২৩ লাখ ৮৪ হাজার টাকা। তবে, এঘটনায় কাউকে আটক করা হয়নি।

মঙ্গলবার বিকেল সোয়া ৪ টার দিকে রাজধানীর
ক্যান্টনমেন্ট রেলওয়ে স্টেশনে ভারতীয় রেলগাড়িতে তল্লাশি অভিযান চালিয়ে এসব মালামাল উদ্বার করা হয়।

আজ বৃহস্পতিবার দুপুরে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের উপ- পরিচালক সানজিদা খানম এসব তথ্য জানান। তিনি জানান, রাজধানীর ক্যান্টনমেন্ট রেলওয়ে স্টেশনে গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার বিকেল সোয়া ৪ টার দিকে কোলকাতা থেকে ঢাকায় আগত মৈত্রী ট্রেন (ভারতীয় রেলগাড়ি)তে ঝটিকা অভিযান চালায় কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর সার্কেল এয়ারফ্রেইট, ঢাকা।

সানজিদা খানম জানান, অভিযানকালে ওই ভারতীয় রেলগাড়ির র্যাকের ২ টি স্টাফ রুমের আসনের নীচে এবং ফলস সিলিং এর উপরে অভিনব পদ্বতিতে লুকায়িত কয়েকটি ব্যাগ তল্লাশি চালিয়ে ১৬২ লিটার বিদেশী মদ মালিকবিহীন অবস্হায় পাওয়া যায়। এছাড়া একই ট্রেনের মধ্যে পরিত্যক্ত ৩৪ পিস শাড়ি ১৫ পিস ওয়ান পিস, ১৬ কেজি কসমের্ট্রিকস উদ্বার করা হয়। পরবর্তীতে ক্যান্টনমেন্ট রেলওয়ে স্টেশনের রিলে রুম নামক একটি তালাবন্ধ সংরক্ষিত রুমে তল্লাশি চালিয়ে ২৭ লিটার এবং ভারতীয় পাসপোর্টধারী ফ্রিকোয়েন্সি যাত্রীর কাছ থেকে ১৫ লিটার বিদেশী মদ উদ্বার করা হয়। তবে, পুরো ট্রেনটিতে তল্লাশি অভিযান চালানো হয়েছে।

কাস্টমসের উপ- পরিচালক আরো জানান, উদ্বারকৃত পণ্যের আনুমানিক বাজার মূল্য প্রায় ২৩ লাখ ৮৪ হাজার টাকা। আটককৃত পণ্যসমূহ পরবর্তী আইনানুগ কার্যক্রম গ্রহনের জন্য ৪ টি (ডিএম) মূলে কাস্টমস হাউজ ঢাকা এর নিকট জমা দেয়া হয়েছে। তবে, এঘটনায় কাউকে আটক করা হয়নি।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন