December 23, 2024, 8:29 am
ব্রাজিলের কাছে প্রথম সেমিফাইনালে হেরে যাওয়া পেরু ও আর্জেন্টিনার বিরুদ্ধে পেনাল্টিতে হেরে কোপা আমেরিকার ফাইনালে পৌঁছাতে পারেনি কলম্বিয়া।
তবে শনিবার সকালে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে লুইস দিয়াজের ৯৪ মিনিটের গোলে পেরুকে ৩-২ গোলে হারিয়ে জয় সুনিশ্চিত করে কলম্বিয়া। জোড়া গোল করে ম্যাচের নায়ক ২৪ বছরের পোর্তো উইঙ্গার লুইস দিয়াজ।
আগামীকাল ১১ জুলাই কোপা আমেরিকার ফাইনালে মুখোমুখি হবে ফুটবলের চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনা ও ব্রাজিল। তবে তার আগেই হয়ে গেল তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ।
ব্রাসিলিয়ায় ম্যাচের শুরু থেকেই দুই দলের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হয়। ৪-২-৩-১ ছকে মাঠে নামা পেরু বরং কলম্বিয়ার থেকে বেশি আক্রমণে ওঠে। প্রথমার্ধের শুরুতেই গোল করার মতো একাধিক সুযোগ তৈরি করে ফেলে পেরু। শুরুর দিকে বেশ কয়েকটি সহজ গোলের সুযোগ নষ্টও করে পরাজিত দল।