December 23, 2024, 8:00 am
পরেশদেবনাথ,কেশবপুর,যশোরঃ কেশবপুর বালিয়াডাঙ্গা দেবালয়ের পক্ষ থেকে মাননীয় জনপ্রশাসন মন্ত্রনালয়ের মন্ত্রী ফরহাদ হোসেন পূর্ণ মন্ত্রীর দায়িত্ব পাওয়ায় সংবর্ধনা প্রদান করা হয়েছে। শনিবার (২৭ জানুয়ারী) দুপুরে সংবর্ধনা প্রদান উপলক্ষে কেশবপুর বালিয়াডাঙ্গা দেবালয় প্রাঙ্গনে আলোচনা সভায় সভাপতিত্ব করেন, হিন্দু ধর্মীয় কল্যান ট্রাস্টের ট্রাস্টি ও দেবালয়ের প্রতিষ্ঠাতা প্রতিথযশা সাংবাদিক শ্যামল সরকার।
প্রধান অতিথির বক্তৃতা করেন, জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেন। বিশেষ অতিথির বক্তৃতা করেন, কেশবপুরের সংসদ সদস্য আজিজুল ইসলাম, যশোরের জেলা প্রশাসক আবরাউল হাসান মজুমদার, উপজেলা নির্বাহী অফিসার তুহিন হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার বেলাল হোসেন প্রমুখ। আলোচনার পূর্বে জনপ্রশাসন মন্ত্রীকে দেবালয়ের পক্ষ থেকে ক্রেস্ট ও উত্তরীয় প্রদান করা হয়।