December 23, 2024, 2:47 am
পরেশ দেবনাথঃ কেশবপুর প্রেসক্লাবের নব-নির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর করা হয়েছে। এ উপলক্ষে সোমবার (৩০ সেপ্টেম্বর-২৪) বিকেলে প্রেসক্লাবের হলরুমে এক সভায় প্রেসক্লাবের সভাপতি আশরাফ উজ জামান খান সভাপতিত্ব করেন। সভায় বক্তব্য রাখেন, প্রেসক্লাবের সহ-সভাপতি আব্দুল হাই সিদ্দিকী ও মোল্লা আব্দুস সাত্তার, সাবেক সাধারণ সম্পাদক জয়দেব চক্রবর্তী, নব নির্বাচিত সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল ফুয়াদ প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন, যুগ্ম সাধারণ সম্পাদক উৎপল দে ও সিদ্দিকুর রহমান, কোষাধ্যক্ষ সামছুর রহমান, দপ্তর সম্পাদক মশিয়ার রহমান, ক্রীড়া ও সাহিত্য সম্পাদক মাসুম বিল্লাহ, গ্রন্থাগার সম্পাদক মতিয়ার রহমান, নির্বাহী সদস্য নুরুল ইসলাম খান, মেহেদি হাসান জাহিদ, রমেশ দত্ত, আয়ুব খান, অলিয়ার রহমান, সদস্য আব্দুল করিম, শহিদুল ইসলাম, আব্দুল মোমিন, মাহবুবুর রহমান প্রসুখ।
আলোচনা শেষে বিদায়ী সাধারণ সম্পাদক জয়দেব চক্রবর্তী নবনির্বাচিত সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল ফুয়াদের নিকট দায়িত্ব হস্তান্তর করেন।