October 22, 2024, 1:44 pm

সংবাদ শিরোনাম :
কয়রা প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে পাইকগাছা উপজেলা বিএনপির সভাপতির মতবিনিময় সভা  আন্তরজাতকি এয়ারট্রাফকি কন্‌ট্রালারূক্স ডে উদযাপন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মোহাম্মদ আতিকুল ইসলামকে গ্রেফতার ১৯তম জাতীয় ফার্নিচার মেলা শুরু রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় কেশবপুরে বিসর্জনের মধ্য দিয়ে ৮৯ টি মন্ডপে  দুর্গা পূজা সুষ্ঠু ভাবে সম্পন্ন হলো  ঋণখেলাপি তারেক চৌধুরী অপকর্মের শেষ কোথায়।অবৈধ ক্ষমতার দাপটে গড়ে তুলেছেন ক্যাডার বাহিনি বিপুল পরিমাণ স্বর্ণালংকার চুরির ঘটনায় তিন গৃহকর্মী গ্রেফতার, ৩১ ভরি স্বর্ণালংকার উদ্ধার পূজামণ্ডপ পরিদর্শন করেন বেবিচক চেয়ারম্যান প্রতি হিংসার শিকার বিএনপি নেতা কবির চৌধুরী  সংবাদ সংগ্রহ করতে হেনস্তার স্বীকার এশিয়ান টিভির স্টাপ রিপোর্টার ফরিদ আহমেদ নয়ন থানায় অভিযোগ

কেশবপুর ন্যাশনাল প্রেস সোসাইটির পক্ষ থেকে ইউএনও-কে বিদায় সংবর্ধনা প্রদান

পরেশদেবনাথ,কেশবপুর,যশোরঃ কেশবপুরে ন্যাশনাল প্রেস সোসাইটি, গণমাধ্যম ও মানবাধিকার সংস্থা উপজেলা শাখার পক্ষ থেকে উপজেলা নির্বাহী অফিসার এম এম আরাফাত হোসেনকে অতিরিক্ত জেলা প্রশাসক হিসাবে পদোন্নতিপ্রাপ্ত ও বদলীজনিত কারণে তাঁকে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে।

শণিবার (১১ নভেম্বর) বিকালে সংগঠনের কার্যালয়ে ন্যাশনাল প্রেস সোসাইটি, গণমাধ্যম ও মানবাধিকার সংস্থার সভাপতি শামীম আখতার মুকুলের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে ফুলের তোড়া ও ক্রেস্ট দিয়ে তাঁকে শুভেচ্ছা জানানো হয়।
প্রধান অতিথি হিসাবে সদ্য বিদায়ী উপজেলা নির্বাহী অফিসার এম এম আরাফাত হোসেন তাঁর ভারাক্রান্ত মনে বিদায়ী বক্তব্য প্রদান করেন এবং সকলের কাছে দোয়া প্রার্থনা করেন।
বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, কেশবপুর থানা সদ্য যোগদানকারী ইনস্পেক্টর (তদন্ত) জহিরুল আলম।
এসময় আরও বক্তব্য রাখেন, সহ-সভাপতি মাস্টার আব্দুল মান্নান, সংগঠনের সিনিয়র সহ-সভাপতি মঞ্জুরুল হোসেন ডাবলু, খায়রুল আনাম, সাধারণ সম্পাদক সুষ্ময় হাওলাদার বিকাশ, যুগ্ম-সাধারণ সম্পাদক এনামুল হাসান নাঈম, প্রচার সম্পাদক মোস্তফা কামাল, কুঠির শিল্প বিষয়ক সম্পাদক ও ইউপি সদস্য শাহানাজ পারভীন, ক্রিড়া সম্পাদক শাকিব আল হাসান।
এসময় উপস্থিত ছিলেন, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক সৌরভ কবির, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক তুষার কান্তি সাহা, অর্থ বিষয়ক সম্পাদক মাসুদ রায়হান কার্যনির্বাহী সদস্য রবিউল ইসলাম, মেহরাব হোসেন বাঁধন-সহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
উল্লেখ্য, কেশবপুর উপজেলা নির্বাহী অফিসার এম এম আরাফাত হোসেন সদ্য নড়াইল জেলার অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে পদোন্নতিপ্রাপ্ত হয়েছেন। অনুষ্ঠানে সকলের শুভকামনা করে দোয়া পাঠ করেন, সাংবাদিক সোহেল পারভেজ।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন