December 23, 2024, 5:09 pm
পরেশদেবনাথ,কেশবপুর,যশোরঃ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে ৯০ যশোর-৬ কেশবপুর সংসদীয় আসন থেকে সোমবার (২০ নভেম্বর) বাংলাদেশ আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন ৫ জন।
সংসদ সদস্য ও যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদার, কেশবপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা কাজী রফিকুল ইসলাম, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এইচ এম আমীর হোসেন।
উপজেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার হোসাইন মোহাম্মদ ইসলাম এবং যশোর জেলা পরিষদের সদস্য খন্দকার আব্দুল আজিজ। সামাজিক যোগাযোগ মাধ্যম (ফেসবুকে) তাদের প্রত্যেকের ওয়াল থেকে সংগ্রহীত করা হয়েছে।