December 24, 2024, 2:29 am

সংবাদ শিরোনাম :
জনগণের প্রত্যাশা পূরণে অন্তবর্তীকালীন সরকার ধীর গতিতে চলছে:উত্তরা পূর্ব থানা কর্মিসভায় আমিনুল হক পারিবারিক কলহের জেরে আপন ভাই কর্তৃক জলিল হত্যা মামলার পলাতক আসামি সাগর (২০) কে চট্টগ্রাম থেকে গ্রেফতার করেছে র‌্যাব-১ ও র‍্যাব-৭ লাখো মুসল্লির অশ্রু সজল নয়নে আমিন-আমিন ধ্বনীতে আখেরি মোনাজাতের মধ্যদিয়ে শেষ হলো দাওয়াতে ইসলামীর তিন দিনের ইজতেমা কালীগঞ্জে ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী জামিনী কান্ত, গ্রেফতার  ২৯০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে ডিবি-গুলশান সিভিল এভিয়েশন একাডেমিতে ICAO CAA Approval of Training Organizations (ATO) Course এর সমাপনী অনুষ্ঠিত খুলনায় সন্ত্রাসীদের গুলিতে একজন নিহত ঢাকায় ১৯ ডিসেম্বর শুরু হচ্ছে দাওয়াতে ইসলামীর ইজতিমা উত্তরা প্রেসক্লাবের আয়োজনে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত দক্ষিনখানে রাজউকের নিয়ম-নীতির তোয়াক্কা না করে ভবন নির্মাণ করছে মধ্য আজিমপুরের ইসলাম বোখারী রোডে মোহাম্মদ আব্দুল্লাহ

কেশবপুর থানার অফিসার ইনচার্জ হিসেবে  দায়িত্ব গ্রহণ করলেন জহিরুল আলম

পরেশদেবনাথ,কেশবপুর,যশোরঃ কেশবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন জহিরুল আলম। শনিবার (১১ নভেম্বর) রাতে বিদায়ী ওসি মোহাম্মদ মফিজুর রহমানের নিকট থেকে তিনি দায়িত্ব বুঝে নেন।

এর আগে কেশবপুর থানার ইন্সপেক্টর (তদন্ত) হিসেবে তিনি দায়িত্বরত ছিলেন। সদ্য বিদায়ী ওসি মফিজুর রহমান যশোর জেলায় ডিএসবি’তে যোগদান করেছেন। নবাগত ওসি দায়িত্ব বুঝে নেওয়ার পর থানার অফিসারগণ তাকে ফুল দিয়ে বরণ করে নেন।

উল্লেখ্য, ওসি জহিরুল আলম ১৯৮১ সালের ১০ অক্টোবর নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতা বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব ফরিদ উদ্দীন আহমেদ। দুই কন্যা সন্তানের জনক ওসি জহিরুল আলম জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে ২০০৬ সালে অ্যাকাউন্টিং (হিসাববিজ্ঞান) এ অনার্স ও মাস্টার্স সম্পন্ন করেন। ২০০৭ সালে আউট সাইড ক্যাডেট হিসেবে এক বছরের মৌলিক প্রশিক্ষণ শেষে ২০০৮ সালে বাংলাদেশ পুলিশ বাহিনীতে সাব-ইন্সপেক্টর পদে ডিএমপি’তে যোগদান করে কর্মজীবন শুরু করেন। চাকুরী জীবনে ঢাকার ডেমরা, সুত্রাপুর ও নিউমার্কেট থানায় চাকরি করেন। ২০১৭ সালের এপ্রিল মাসে ইন্সপেক্টর হিসেবে পদোন্নতি পেয়ে নরসিংদী জেলার রায়পুরা থানা, পলাশ থানা, মনোহরদী থানা এবং গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়া থানার ইন্সপেক্টর (তদন্ত) হিসেবে সুনামের সাথে চাকরি করেন। এরপর তিনি যশোর জেলার কেশবপুর থানায় ইন্সপেক্টর (তদন্ত) হিসেবে সদ্য যোগদান করেন। এ উপজেলায় সকল প্রকার অপরাধমূলক কর্মকাণ্ড কঠোর হস্তে দমন এবং আইনশৃঙ্খলার পরিস্থিতি উন্নয়নের লক্ষ্যে সকলের সহযোগিতা কামনা করেছেন তিনি।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন