December 23, 2024, 8:46 am
পরেশদেবনাথ,কেশবপুর,যশোরঃ যশোরের কেশবপুর শিক্ষার্থীদের তিন দিনব্যাপী প্রশিক্ষণ শুরু করা হয়েছে। কেশবপুর উপজেলা রোডে সুন্দর পরিবেশে অবস্থিত চারুপীঠ একাডেমির নেতৃবৃন্দদের উদ্যোগে খুদে শিক্ষার্থীদের নিয়ে তিন দিনব্যাপী চিত্রাংকন, সুন্দর হাতের লেখা, কবিতা আবৃত্তি ও সংগীত বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে। শুক্রবার (২২ ডিসেম্বর) সকালে পৌর শহরের আল-আমিন মডেল একাডেমিতে ওই প্রশিক্ষণ কর্মশালার শুভ উদ্বোধন করা হয়।
চারুপীঠ একাডেমির পরিচালক সাংবাদিক উৎপল দে’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে কর্মশালার শুভ উদ্বোধন করেন, চারুপীঠ একাডেমির প্রধান পৃষ্ঠপোষক, কেশবপুর সরকারি পাইলট উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী অধ্যাপক মছিহুর রহমান। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, ফুলতলা জামিরা কলেজের সহকারী অধ্যাপক, কবি ও সাহিত্যিক তাপস মজুমদার, কেশবপুর মধুশিক্ষা নিকেতনের প্রধান শিক্ষক মাছুম বিল্লাহ, আল-আমিন মডেল একাডেমির সহকারী প্রধান শিক্ষক সাহা বৈদ্যনাথ, মাগুরাডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শংকর দাস, চারুপীঠ একাডেমির সহকারী পরিচালক শ্রাবন্তী রায় দে, প্রশিক্ষক ইন্দ্রজিৎ সাধু, শিক্ষক সাগর চ্যাটার্জী।
চারুপীঠ একাডেমির পরিচালক সাংবাদিক উৎপল দে দৈনিক আজকের সংবাদ পত্রিকার কেশবপুর প্রতিনিধিকে জানান, দক্ষ শিক্ষকমণ্ডলী দ্বারা চিত্রাংকন, সুন্দর হাতের লেখা, কবিতা আবৃত্তি ও সংগীত বিষয়ক চারটি বিভাগের ছাত্র-ছাত্রীদের তিন দিনব্যাপী প্রশিক্ষণ দেওয়া হবে। চারুপীঠ একাডেমির ১৮৬ জন শিক্ষার্থীকে মেধা বিকাশের জন্য এ প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।