December 23, 2024, 2:32 am
পরেশদেবনাথ,কেশবপুর,যশোরঃ কেশবপুরে উপজেলা পরিষদ ও ইউনিয়ন পরিষদের আয়োজনে পদোন্নতিপ্রাপ্ত ও বদলীজনিত কারণে উপজেলা নির্বাহী অফিসার এম এম আরাফাত হোসেনকে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে। রবিবার (১২ নভেম্বর) সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে ঐ সংবর্ধনা দেওয়া হয়।
উপজেলা চেয়ারম্যান যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব কাজী রফিকুল ইসলামের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন, সংবর্ধিত পদোন্নতিপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার এম এম আরাফাত হোসেন। আরও বক্তব্য রাখেন, উপজেলা ভাইস চেয়ারম্যান পলাশ কুমার মল্লিক, ভাইস চেয়ারম্যান নাসিমা সাদেক চম্পা, সাগরদাঁড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী মুস্তাফিজুল ইসলাম মুক্ত, বিদ্যানন্দকাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমজাদ হোসেন, মঙ্গলকোট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল কাদের বিশ্বাস, কেশবপুর সদর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান কামরুজ্জামান কামাল, পাঁজিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জসিম উদ্দিন, সুফলাকাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস এম মুনজুর রহমান, গৌরীঘোনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস এম হাবিবুর রহমান হাবিব, হাসানপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তৌহিদুজ্জামান প্রমুখ।
প্রধান অতিথি তাঁর ভারাক্রান্ত মনে বিদায়ী বক্তব্য কালে সকলের কাছে দোয়া প্রার্থনা করেন। তিনি নড়াইল জেলার অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে পদোন্নতিপ্রাপ্ত হয়েছেন।