December 26, 2024, 2:31 am
পরেশদেবনাথ,কেশবপুর,যশোরঃ ৯০যশোর-৬ কেশবপুর আসনে বেসরকারিভাবে স্বতন্ত্র প্রার্থী ঈগল প্রতিকের আজিজুর রহমান (খন্দকার আজিজ) নির্বাচিত হয়েছেন। হেভি ওয়েট প্রার্থী শাহীন চাকলাদার এমপিকে হারিয়ে স্বতন্ত্র প্রার্থী আজিজুল ইসলামের বিজয় কেশবপুরকে তাক লাগিয়ে দিয়েছে।
এ আসনটিতে ৪ জন প্রার্থী নিবার্চনে প্রতিদ্বন্দ্বিতা করেন। তারা হলেন, আওয়ামী লীগ মনোনীত প্রার্থী শাহীন চাকলাদার (নৌকা), স্বতন্ত্র প্রার্থী আজিজুল ইসলাম (ঈগল), এইচ এম আমির হোসেন (কাঁচি) ও জাতীয় পার্টি প্রার্থী জি এম হাসান (লাঙ্গল)। রোববার রাতে উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তা মোঃ তুহিন হোসেন উপজেলার ১১ টি ইউনিয়ন ও একটি পৌরসভার মোট ৮১ টি ভোট কেন্দ্রের ফলাফল ঘোষণা করেন।
কেশবপুর উপজেলা নিয়ে গঠিত যশোর-৬ সংসদীয় আসন ৯০-এর নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী আজিজুল ইসলাম (খন্দকার আজিজ) ৪৮ হাজার ৯৪৭ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দী আওয়ামী লীগের নৌকা প্রতীকের বর্তমান এম পি ও যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহিন চাকলাদার ৩৯ হাজার ২৬৯ ভোট পেয়েছেন। মোট ৯ হাজার ৬ শ ৭৮ ভোটের ব্যবধানে ঈগল প্রতিকের প্রার্থী বিজয় অর্জন করেছেন। অন্য দুইজন প্রার্থী এইচ এম আমির হোসেন কাঁচি প্রতিকে পেয়েছেন ১৭ হাজার ২ শ ৯ ভোট, জি এম হাসান লাঙ্গল প্রতীকে পেয়েছেন ৬শ ৪০ ভোট।
এই আসনে মোট ভোটার ছিল ২ লাখ ১৭ হাজার ৮৬৫। মোট ভোট পড়েছে ১ লাখ ৬ হাজার ৬৫ ভোট। কেশবপুর থেকে এ নির্বাচনে প্রায় ৪৯ শতাংশ ভোট প্রদান করেছেন।
উল্লেখ্য, আজিজুল ইসলাম যশোর জেলা পরিষদে সদস্য পদে বিজয়ী হন। সেখান থেকে পদত্যাগ করেন এবং স্বতন্ত্র প্রার্থী হয়ে বিজয়ী হওয়ার গৌরব অর্জন করেছেন। সকাল ৮ টা থেকে ৪ টা পর্যন্ত সুষ্ঠু এবং শান্তিপূর্ণভাবে ভোট হয়েছে। আইন শৃঙ্খলা বাহিনীর ছিল তৎপর।