December 23, 2024, 8:06 am
পরেশদেবনাথ,কেশবপুর,যশোরঃ কেশবপুরে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী আমির হোসেনের নির্বাচনোত্তর কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৮ জানুয়ারী) বিকেলে পৌর শহরের আবু শারাফ সাদেক অডিটোরিয়ামে নির্বাচনোত্তর ওই কর্মীসভার আয়োজন করা হয়।
কাঁচি প্রতীকের নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শাহাদাৎ হোসেন-এর সভাপতিত্বে এবং নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক গৌতম রায়-এর সঞ্চালনায় কর্মীসভায় প্রধান অতিথির বক্তৃতা করেন, স্বতন্ত্র প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এইচ এম আমির হোসেন। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন, কেশবপুর নাগরিক সমাজের সভাপতি অ্যাডভোকেট আবুবকর সিদ্দিকী , অবসরপ্রাপ্ত সহকারী অধ্যাপক এনামুল হক কাজল, উপজেলা আওয়ামী লীগের সদস্য আলতাফ হোসেন, উপজেলা যুবলীগের আহ্বায়ক বিএম শহিদুজ্জামান শহিদ, উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহবায়ক ও উপজেলা ভাইস চেয়ারম্যান পলাশ কুমার মল্লিক এবং সাবেক যুগ্ম আহবায়ক হাবিবুর রহমান খান মুকুল। সভায় উপজেলার ১১টি ইউনিয়ন ও পৌর আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দসহ কর্মী-সমর্থকরা বক্তৃতা করেন।
বক্তারা নির্বাচনকালীন বিভিন্ন বিষয় তুলে ধরেন। এছাড়া, আগামীতে কাউন্সিলের মাধ্যমে উপজেলা আওয়ামী লীগের একটি শক্তিশালী কমিটি গঠনের আহ্বান জনান এবং আওয়ামী লীগের কাউন্সিলে এইচ এম আমির হোসেনকে সভাপতি হিসেবে দেখতে চান দলীয় নেতাকর্মীরা।