December 22, 2024, 10:48 pm
পরেশ দেবনাথ: “যা কিছু মানুষের কল্যাণে তারই সাথে শেকড়ের সন্ধানের” এই প্রতিপাদ্যে কেশবপুরে শেকড়ের সন্ধানের আয়োজনে সুশীল সমাজ গঠনে করণীয় ও আত্মমানবতার কল্যাণে আমাদের ভূমিকা শীর্ষক সাহিত্য আসর ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৬ নভেম্বর-২৪) সন্ধ্যায় শহরের পিটিএফ এর সভাকক্ষে শ্যামকুড় মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল কাদের-এর সভাপতিত্বে এবং শেকড়ের সন্ধানের নির্বাহী পরিচালক মিজানুর রহমান মায়ার পরিচালনায় অনুষ্ঠিত সাহিত্য আসর ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, কবি দিলারা মজিদ।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সদ্য নির্বাচিত “কৃষ্টিবন্ধন”, যশোরের সাধারণ সম্পাদক ও অবসরপ্রাপ্ত অধ্যাপক এম এ কাশেম অমিয়, কেশবপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস আর সাঈদ প্রমূখ।
স্বরচিত কবিতা আবৃত্তি করেন, বাংলাদেশ বেতার খুলনার শিল্পী স্বরচিত কবিতা পাঠ করেন চারণ কবি বাবুল আহমেদ, কবি মনিরুজ্জামান, কবি আব্দুস সালাম মুর্শিদী, কবি জাকারিয়া হোসেন, কবি আব্দুল্লাহ আল মাসুদ, কবি এ কে এম শহিদুল্লাহ, কবি আলী আহমেদ, কবি আব্দুল্লাহ আল গালিব, আনিসুর রহমান, নাসির উদ্দিন, নূর হোসেন বাধল প্রমূখ।
এছাড়া কবি এম এ কাসেম অমিয় “কৃষ্টিবন্ধন”, যশোরের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় বিশেষ ভাবে ফুলেল শুভেচ্ছায় অভিনন্দিত করেন, শেকড়ের সন্ধানের নির্বাহী পরিচালক কবি মিজানুর রহমান মায়া। অতিথিবর্গের আলোচনার মাঝে মাঝে পরিচালক তাঁর আলোচনায় সংগঠনের ভাবিষ্যৎ পরিকল্পনার কথা ও সাহিত্য সেবার পাশাপাশি দুঃস্থ শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তি চালুর অভিপ্রায় ব্যক্ত করেন।
ছবিঃ
১৭/১১/২৪