December 23, 2024, 4:37 pm
পরেশদেবনাথ,কেশবপুর,যশোরঃ কেশবপুরে শারীরিক প্রতিবন্ধীকে হুইল চেয়ার প্রদান করা হয়েছে। সোমবার (১৫ জানুয়ারী) বিকেলে সংস্থার কার্যালয়ে কেশবপুর এস আর যুব ও সমাজকল্যাণ সংস্থার উদ্যোগে ওই হুইল চেয়ার প্রদান করা হয়।
এস আর যুব ও সমাজকল্যাণ সংস্থার সভাপতি এস এম ইমতিয়াজ উদ্দিনের সভাপতিত্বে হুইল চেয়ার প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, কেশবপুর সরকারি ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মিজানুর রহমান। সংস্থার পরিচালক গোলাম কিবরিয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সংস্থার সহ-সভাপতি শিক্ষক নিছার উদ্দীন, কেশবপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস আর সাঈদ, শিক্ষক মোল্যা আব্দুস ছাত্তার প্রমূখ।
হুইল চেয়ার প্রদান অনুষ্ঠানে উপজেলার রামচন্দ্রপুর গ্রামের শারীরিক প্রতিবন্ধী হামিদ গাজীকে সংস্থার কার্যালয়ে নেতৃবৃন্দদের উপস্থিতিতে একটি হুইল চেয়ার দেওয়া হয়।