December 22, 2024, 5:44 pm
পরেশ দেবনাথঃ কেশবপুরে সম্প্রতি সামাজিক সম্প্রীতি ও সহমর্মিতার উপর ভিত্তি করে একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি পর্যালোচনা ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে। পিস ফ্যাসিলিটেটর গ্রুপের (পিএফজি) উদ্যোগে এবং দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের মাল্টি-স্টেকহোল্ডার ইনিশিয়েটিভ (MIPS) প্রকল্পের সহযোগিতায় শনিবার (২৩ নভেম্বর-২৪) সকালে গরুহাটা সংলগ্ন পরিত্রাণ কার্যালয়ের সভাকক্ষে ওই সভার আয়োজন করা হয়।
সভায় আলোচনার মূল বিষয় ছিল কেশবপুর উপজেলায় শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠার জন্য গৃহীত কার্যক্রমের মূল্যায়ন এবং ভবিষ্যৎ পরিকল্পনা। গত অক্টোবর থেকে নভেম্বর ২০২৪ পর্যন্ত পিএফজির সদস্যদের সম্পাদিত কাজের অগ্রগতি তুলে ধরা হয় এবং ডিসেম্বর ২০২৪ থেকে ২০২৫ সালের প্রথম ত্রৈমাসিক পর্যন্ত কর্মপরিকল্পনা প্রণয়ন করা হয়।
সভায় অংশগ্রহণকারীরা সম্প্রীতির চর্চা, রাজনৈতিক সহিংসতা নিরসন এবং আন্তঃধর্মীয় সংলাপকে অগ্রাধিকার দেওয়ার বিষয়টি গুরুত্বের সাথে তুলে ধরেন। এছাড়া ব্যাক্তিগত পর্যায়ের অর্জিত বিষয়গুলো উপস্থাপন করা হয়। তাঁরা স্থানীয় প্রশাসনের সাথে সমন্বিত উদ্যোগ, যুব নেতৃত্ব উন্নয়ন, উঠান বৈঠক এবং ইউনিয়ন ভিত্তিক জনসচেতনতা কার্যক্রমের মাধ্যমে একটি শান্তিপূর্ণ ও সৌহার্দ্যময় সমাজ গড়ার পরিকল্পনা করেন।
কেশবপুর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রভাষক আলাউদ্দীন আলা-এর সভাপতিত্বে এবং পিএফজির সমন্বয়কারী মুনসুর আজাদ-এর সঞ্চালনায় সভায় মুল বক্তব্য সমন্বয় করেন, এমআইপিএস প্রকল্পের যশোর রিজিওনের ফিল্ড কো-অর্ডিনেটর মোঃ আশরাফুজ্জামান।
আরও বক্তব্য রাখেন, পিস অ্যাম্বাসেডর শিক্ষক সুপ্রভাত কুমার বসু, সুফিয়া পারভীন, শিক্ষক প্রভাত কুমার কুণ্ডু, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক ও সিনিয়র সাংবাদিক মোতাহার হোসাইন, ন্যাশন্যাল প্রেস সোসাইটি কেশবপুর শাখার সভাপতি শামীম আখতার মুকুল, সাংবাদিক পরেশ দেবনাথ, ‘ওয়ার্ড’ কেশবপুরের নির্বাহী পরিচালক সৈয়দ আকমল আলী, বেগম সবুরোন নেছা, সুফিয়া পারভীন, লুইস বিশ্বাস, বিএনপির মোঃ মকবুল হোসেন মুকুল, নাগরিক সমাজের মোঃ আব্দুল খালেক, মোঃ আজিজুর রহমান, জাতীয় পার্টির দপ্তর সম্পাদক এম এ মান্নান, ইউপি সদস্য শাহানাজ পারভীন, এম,এ গফ্ফার, নাজমা সুলতানা, শরিফা খাতুন, সাকিবুল হাসান মুসা, সুমাইয়া খাতুন, জিন্নাতুন নেসা, হাফিজুর রহমান, মোঃ আলাউদ্দিন, মোঃ শরিফুল ইসলাম প্রমূখ। উপজেলায় শান্তি ও সম্প্রীতির পরিবেশ গড়ে তোলার লক্ষ্যে এ সভাটি একটি ইতিবাচক পদক্ষেপ হিসেবে প্রশংসিত হয়েছে।