December 22, 2024, 10:17 pm
পরেশ দেবনাথঃ কেশবপুর উপজেলার হিজলডাঙ্গা শহীদ ফ্লাইট লেঃ মাসুদ মেমোরিয়াল কলেজ পরিচালনা পরিষদের (এডহক কমিটির) এক সভা মঙ্গলবার (০১ অক্টোবর) সকালে কলেজের হলরুমে অনুষ্ঠিত হয়েছে। কলেজ পরিচালনা কমিটির সভাপতি লিয়াকত আলী খানের সভাপতিত্বে ও কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শরিফুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন বিদ্যানন্দকাটি ইউনিয়ন বিএনপি’র সভাপতি ও বিদ্যানন্দকাটি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান কে এম খলিলুর রহমান, কলেজ পরিচালনা কমিটির হিতৈষী সদস্য গাজী কামরুজ্জামান, শিক্ষক প্রতিনিধি সিনিয়র প্রভাষক এস এম হাফিজুর রহমান প্রমূখ। সভায় শহীদ ফ্লাইট লেঃ মাসুদ মেমোরিয়াল কলেজের শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনার লক্ষ্যে কতিপয় কার্যকরী ভূমিকা গ্রহণ করা হয়।