October 23, 2024, 3:19 pm

সংবাদ শিরোনাম :
দুর্নীতিতে অভিযুক্ত তবুও নির্বাহী প্রকৌশলী শারমিনকে গাজীপুরে পদায়ন সাবেক কমিশনার হারুনের দাপটে বসত ভিটে ছড়া এক দম্পতি   খুলনা কয়রায় হামলা করে আসামি ছিনতাই, ৫ পুলিশ সদস্য আহত খুলনা পাইকগাছায় বিগত এক বছরে সড়ক দুর্ঘটনায় নিহত ১৪ আহত ৫৬  কয়রায় এক নারী বাসা বাড়ি কাজ করতে করতে বর্তমানে চা বিক্রি করেই স্বাবলম্বী কয়রা প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে পাইকগাছা উপজেলা বিএনপির সভাপতির মতবিনিময় সভা  আন্তরজাতকি এয়ারট্রাফকি কন্‌ট্রালারূক্স ডে উদযাপন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মোহাম্মদ আতিকুল ইসলামকে গ্রেফতার ১৯তম জাতীয় ফার্নিচার মেলা শুরু রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় কেশবপুরে বিসর্জনের মধ্য দিয়ে ৮৯ টি মন্ডপে  দুর্গা পূজা সুষ্ঠু ভাবে সম্পন্ন হলো 

কেশবপুরে যথাযথ মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন

পরেশদেবনাথ,কেশবপুর,যশোরঃ কেশবপুরে যথাযথ মর্যাদায় ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে মহান বিজয় দিবস-২০২৩ উদযাপন করা হয়েছে।

শনিবার (১৬ ডিসেম্বর) কেশবপুর উপজেলা প্রশাসনের আয়োজনে মহান বিজয় দিবস- ২০২৩ উপলক্ষে সকাল ৭ টায়  কেশবপুর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সকল শহীদদের ও জাতির শ্রেষ্ঠ সূর্যসন্তান বীরশ্রেষ্ঠ মুক্তিযোদ্ধাদের স্মরণে স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করা হয়।

এরপর সকাল সাড়ে ৮ টায় আনুষ্ঠানিক ভাবে পতাকা উত্তোলনে অংশগ্রহণ করে, পুলিশবিভাগ, আনসার ভিডিপি, স্কাউট, গার্লস গাইড বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের অংশ গ্রহণ মূলক কুচকাওয়াজ শরীরচর্চা প্রদর্শনী হয়, সকাল ১০ টায় বীর মুক্তিযোদ্ধা ও বয়স্ক ব্যক্তিদের বিনামূল্যে রক্তের গ্রুপ ডায়াবেটিস পরীক্ষা স্বাস্থ্য সেবা প্রধান ও বিনামূল্যে ওষুধ শরবরাহ, সকাল ১১টায় বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা স্মৃতিচারণ আলোচনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার মোঃ তুহিন হোসেনের সভাপতিত্বে ও উপজেলা সহকারী শিক্ষা অফিসার শোভা রায়ের সঞ্চালনায় মহান বিজয় দিবস অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব কাজী রফিকুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ তানভীর হোসেন, উপজেলা নির্বাচন কমিশন অফিসার রবিউল ইসলাম, থানার অফিসার ইনচার্জ মোঃ জহিরুল আলম, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি তপন কুমার ঘোষ মন্টু, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নাসিমা সাদেক চম্পা, ভাইস চেয়ারম্যান পলাশ কুমার মল্লিক, উপজেলা মৎস্য অফিসার সজীব সাহা, উপজেলা সমাজসেবা অফিসার আলমগীর হোসেন, উপজেলা পরিবার পরিকল্পনা ও স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার মোঃ আলমগীর হোসেন, উপজেলা কৃষি অফিসার মামুদা আক্তার, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রুপালী রানী, উপজেলা শিশু বিষয়ক কর্মকর্তা বিমল কুন্ডু প্রমুখ।এসময় উপস্থিত ছিলেন, রীব মুক্তিযোদ্ধাবৃন্দ, উপজেলা প্রশাসনের নেতৃবৃন্দ, উপজেলা আওয়ামী লীগের সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ও বিভিন্ন শ্রেণীর পেশার মানুষ।

এদিকে, কেশবপুর উপজেলার মহান মুক্তিযুদ্ধের নব নির্মিত বিজয়স্তম্ভের (১৬.১২.২০২৩ খ্রিষ্টাব্দে) শুভ উদ্বোধন করেন, যশোর-০৬ এর মাননীয় সংসদ সদস্য শাহীন চাকলাদার। মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা সন্তানদের আয়োজনে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে মহান বিজয় দিবস পালনকালে উপস্থিত ছিলেন, কেশবপুর উপজেলা চেয়ারম্যান যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা কাজী রফিকুল ইসলাম, সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা এস,এম,তৌহিদুজ্জামান, বীর মুক্তিযোদ্ধা মো: রশিদুল হক, বীর মুক্তিযোদ্ধা মোঃ ফজলুর রহমান, বীর মুক্তিযোদ্ধা অসিত কুমার ভদ্র, বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুস সাত্তার দফাদার, বীর মুক্তিযোদ্ধা মোঃ শাহাবুদ্দিন সরদার, বীর মুক্তিযোদ্ধা মোঃ সামছুর রহমান, বীর মুক্তিযোদ্ধা নিমাই চন্দ্রনাথ, বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল লতিফ বিশ্বাস, বীর মুক্তিযোদ্ধা আদিত্য কুমার দত্ত, বীর মুক্তিযোদ্ধা নরেন্দ্র দেবনাথ, বীর মুক্তিযোদ্ধা পরিতোষ কুমার দত্ত, বীর মুক্তিযোদ্ধা কালীপদ মন্ডল, বীর মুক্তিযোদ্ধা হারান কুমার নাথ, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহমান ঢালী। মহান মুক্তিযুদ্ধের নব নির্মিত বিজয়স্তম্ভের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিতি বীর মুক্তিযোদ্ধা ও শহিদ পরিবারের সন্তান হিসেবে উপস্থিত হতে পেরে তাঁরা ধন্য হয়েছেন বলে জানান।

এছাড়া বাংলাদেশ আওয়ামিলীগ কেশবপুর উপজেলা শাখাসহ অংগ সংগঠন, ন্যাশনাল প্রেস সোসাইটি, গণমাধ্যম ও মানবাধিকার সংস্থা কেশবপুর উপজেলা শাখা, কেশবপুর প্রেসক্লাব, কেশবপুর উপজেলা প্রেসক্লাব, বিভিন্ন সংগঠন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের আয়োজনে মহান বিজয় দিবস পালন করা হয়েছে। মহান বিজয় দিবস উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে সন্ধ্যায় সংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বিকাল ৩ টায় প্রবীনদের হাটা প্রতিযোগিতা, এছাড়া জাতির শান্তি ও অগ্রগতি কামনা করে মসজিদে মিলাদ ও মোনাজাত এবং মন্দির গির্জায় বিশেষ প্রার্থনা, এতিমদের মাঝে খাবার বিতরণের আয়োজন করা হয়।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন