December 23, 2024, 2:35 am
পরেশ দেবনাথ,কেশবপুর,যশোরঃ“আপনার নাগালেই পরিছন্ন হাত” “Clean hands are within reach” এই প্রতিপাদ্যকে সামনে রেখে কেশবপুরে বিশ্ব হাত ধোঁয়া দিবস-২০২৩ পালিত হয়েছে।দিবসটি উপলক্ষে রবিবার (১৫ অক্টোবর) সকালে উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে একটি র্যালি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ চত্বরেে এসে শেষ হয়।
এর পর উপজেলা নির্বাহী অফিসার এম এম আরাফাত হোসেন-এর সভাপতিত্বে পরিষদের মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা শিশু বিষয়ক কর্মকর্তা বিমল কুমার কুন্ডু’র সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা কাজী রফিকুল ইসলাম।
বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নাসিমা সাদেক চম্পা, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা অলোকেশ কুমার সরকার, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাঃ সৌমেন বিশ্বাস, উপ-সহকারী প্রকৌশলী রায়হান আহমেদ বাপ্পি, ন্যাশনাল প্রেস সোসাইটি, গণমাধ্যম ও মানবাধিকার সংস্থা কেশবপুর উপজেলা শাখার সভাপতি শামীম আখতার মুকুল প্রমূখ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা সমাজসেবা অফিসার আলমগীর হোসেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা পুলোক কুমার সিকদার, উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর রবিউল ইসলামসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, সাংবাদিকবৃন্দ এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও ছাত্র-ছাত্রীবৃন্দ।
উল্লেখ্য, বিশ্ব পানি দিবসে সুইডেনের স্টোকহোমে ২০০৮ সালের ১৫ অক্টোবর বিশ্ব হাত ধোঁয়া অংশীদার (GHP) বিশ্বব্যাপী আঞ্চলিক ও স্থানীয় পর্যায়ে সাবান দিয়ে হাত ধোঁয়া সম্পর্কে সচেতনতা সৃষ্টির উদ্দেশ্যে সর্বপ্রথম এই দিবসটি উদ্যাপন করে। পরবর্তীতে জাতিসংঘের সাধারণ অধিবেশনে প্রতি বছর ১৫ অক্টোবর দিবসটি পালন করার সিদ্ধান্ত নেওয়া হয়। ২০০৮ সালে দিবসটি পালনে প্রতিষ্ঠাতা সংস্থাগুলির মধ্যে ছিল FHI360 (আমেরিকা ভিত্তিক একটি অলাভজনক মানব উন্নয়ন সংস্থা), রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র, প্র্যাক্টার অ্যান্ড গ্যাম্বল, ইউনিসেফ, ইউনিলিভার, বিশ্বব্যাংকের পানি ও স্বাস্থ্য ব্যবস্থা প্রোগ্রাম এবং আন্তর্জাতিক উন্নয়ন জন্যের মার্কিন যুক্তরাষ্ট্রের সংস্থা।
সেই থেকে সারা বিশ্বে জনসচেতনতা তৈরি ও উদ্বুদ্ধ করণে প্রচারণামূলক এবং জনসাধারণের মধ্যে সাবান দিয়ে হাত ধোঁয়ার মাধ্যমে রোগের বিস্তার রোধ করার বিষয়ে সচেতনতা তৈরি করার উদ্দেশ্যে প্রতি বছর ১৫ অক্টোবর বিশ্ব ব্যাপী হাত ধোঁয়া দিবসটি পালিত হয়ে থাকে।