December 23, 2024, 12:33 pm
পরেশদেবনাথ,কেশবপুর,যশোরঃ কেশবপুর নৌকা প্রতীকে ভোট চেয়ে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের সংসদ সদস্য প্রার্থী ও যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমপি শাহীন চাকলাদার দলীয় নেতা-কর্মীদের সাথে নিয়ে ব্যাপক গণসংযোগ করে চলেছেন।
বুধবার (২০ ডিসেম্বর) দিনভর পৌর সভার বিভিন্ন ওয়ার্ডেের বাড়িতে বাড়িতে নৌকা প্রতীকের ভোট চান।এ-সময় কর্মীরা নৌকা প্রতীক সস্বলিত লিফলেট বিতরণ ও ভোট প্রার্থনা করেন এবং সাথে সাথে শুভেচ্ছা বিনিময় করেন। ভোটারদের মাঝে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা সৃষ্টি হয়। সাথে সাথে তাঁর বিজয়ের জন্য দোয়া কামনা করেন। গণসংযোগকালে নৌকা প্রতীকের সংসদ সদস্য প্রার্থীর সাথে উপস্থিত ছিলেন, পৌর আওয়ামীলীগের সভাপতি এবং পৌরমেয়র রফিকুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শেখ এবাদাদ সিদ্দিকী বিপুল, পৌর আওয়ামী লীগ নেতা এ্যাডঃ মিলন মিত্র, উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম- আহবায়ক তরিকুল ইসলামসহ আওয়ামী লীগ ও সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।