December 23, 2024, 1:10 pm
পরেশদেবনাথ,কেশবপুর,যশোরঃ কেশবপুরে নৌকা প্রতীকের অফিস উদ্বোধন করা হয়েছে। আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৯০ যশোর-৬ (কেশবপুর) আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের সংসদ সদস্য প্রার্থী ও যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমপি শাহীন চাকলাদারের সদর ইউনিয়নের ৮নং ওয়ার্ডে বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) বিকেলে নৌকা প্রতীকের অফিস উদ্বোধনী করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কেশবপুর উপজেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক মফিজুর রহমান মফিজ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইউনিয়ন নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক আমিন উদ্দীন দফাদার, কেশবপুর উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য শাহাদাৎ হোসেন, সদর ইউনিয়ন নির্বাচন পরিচালনা কমিটির যুগ্ন আহ্বায়ক ও সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কবির হোসেন, সদর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান কামরুজ্জামান কামাল, ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মৃনাল কান্তি দাস, সদর ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক তৌহিদুর রহমান ও যুগ্ন-আহ্বায়ক গফুর গাজী প্রমুখ।