December 23, 2024, 12:31 pm
পরেশ দেবনাথঃ কেশবপুর উপজেলা প্রশাসন, উপজেলা সমবায় বিভাগ ও সমবায়বৃন্দের আয়োজনে ৫৩তম জাতীয় সমবায় দিবস-২০২৪ উপলক্ষে শণিবার (২ নভেম্বর) সকালে জাতীয় ও সমবায় পতাকা উত্তোলন, বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ করা হয়েছে। এবারের সমবায় দিবসের প্রতিপাদ্য “সমবায়ে গড়ব দেশ, বৈষম্যহীন বাংলাদেশ”। সমবায় সম্পর্কে জনগণকে সচেতন এবং সমবায় আন্দোলনে গতিশীলতা আনতে প্রতিবছর নভেম্বর মাসের প্রথম শনিবার দিবসটি পালন করা হয়।
উপজেলা সমবায় কর্মকর্তা মোছাঃ নাসিমা খাতুন-এর সভাপতিত্বে ও শিক্ষক কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের সাধারণ সম্পাদক আফসার আলী-এর সঞ্চালনায় স্থানীয় প্রাথমিক শিক্ষক মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ জাকির হোসেন। প্রধান অতিথি বলেন, সমবায় খাত দেশের দারিদ্র্য বিমোচন ও আর্থসামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। যুবকরা সরকারি বিভিন্ন সুবিধা পাবেন। বর্তমানে অন্তর্বর্তী সরকার দেশের স্থানীয় চাহিদা অনুযায়ী নিবিড় পেশাভিত্তিক প্রশিক্ষণ, সহজ শর্তে সমবায়ীদের ঋণ সুবিধা, প্রযুক্তিগত ও অন্যান্য সুযোগ-সুবিধা প্রদানের মাধ্যমে সমবায়ীদের কর্মক্ষমতা বৃদ্ধি করতে কাজ করে যাচ্ছে। একটি নতুন অর্থনীতির স্বপ্ন বাস্তবায়নে সমবায়কে আধুনিক ও যুগোপযোগী করে গড়ে তুলতে হবে। তিনি জাতীয় সমবায় দিবস উপলক্ষে আয়োজিত সব কর্মসূচির সার্বিক সাফল্য কামনা করেন।
অন্যানের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা শিক্ষক কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের সভাপতি অধ্যাপক মশিউর রহমান, খোপধহি আইপিএম কৃষি সমবায় সমিতির নির্বাহী পরিচালক সাজ্জাত হোসাইন, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক ও সমবায়ী মোতাহার হোসাইন প্রমূখ। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা আইসিটি অফিসার আব্দুস সামাদ, সহকারী উপজেলা শিক্ষা অফিসার আনিসুর রহমান, উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস আর সাঈদ, সিনিয়র সহ সভাপতি মাওলানা নাসির উদ্দিন, ফটোসাংবাদিক রনি হোসেন, সদস্য শংকর কুমার দাস প্রমুখ।