December 23, 2024, 3:48 pm
পরেশচন্দ্র,কেশবপুর,যশোরঃ যশোর-৬ (কেশবপুর) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য আজিজুল ইসলামকে জুয়েলার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে সংবর্ধনা সংবর্ধনা দেওয়া হয়েছে। বুধবার (১৭ জানুয়ারী) বিকেলে এ উপলক্ষে পৌর শহরের খান মার্কেটে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উপজেলা জুয়েলার্স অ্যাসোসিয়েশনের সভাপতি কনক সেন-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন, সংবর্ধিত এমপি আজিজুল ইসলাম। অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন কেশবপুর পল্লী বিদ্যুৎ অফিসের পরিচালক আব্দুল্লাহ আল ফুয়াদ, পৌর কাউন্সিলর জি এম কবির হোসেন, উপজেলা জুয়েলার্স অ্যাসোসিয়েশনের উপদেষ্টা মনোরঞ্জন দে মনু, সহ-সভাপতি গোপাল চন্দ্র পাইন, তপন দে, সাধারণ সম্পাদক আব্দুস সাত্তার মিন্টু, যুগ্ম সাধারণ সম্পাদক কার্তিক রায়, সাংগঠনিক সম্পাদক গৌতম কর্মকার, কোষাধ্যক্ষ গৌতম সেন, তাপস দে, গোকূল কর্মকার, সদস্য তুষার কান্তি দে, সঞ্জয় সেন, সঞ্জয় দে, উৎপল দে প্রমূখ।
অনুষ্ঠানে এমপি আজিজুল ইসলামকে ফুলেল শুভেচ্ছা প্রদানের পাশাপাশি সম্মাননা স্মারক তুলে দেন জুয়েলার্স অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ।