December 23, 2024, 9:04 am
পরেশ দেবনাথ যশোরঃ কেশবপুরে মঙ্গলকোট ইউনিয়নের মাছের ঘের থেকে অজ্ঞাত পরিচয় এক বৃদ্ধার মরদেহ উদ্ধার করেছে কেশবপুর থানা পুলিশ। শনিবার (০৪ নভেম্বর) সকালে ইউনিয়নের কর্ন্দপপুর মধ্যপাড়া এলাকার গ্রামীণ সড়কের পাশের একটি মাছের ঘের থেকে ওই বৃদ্ধার মরদেহ উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানায়, ওই বৃদ্ধাকে গতকাল শুক্রবার সন্ধ্যার আগে এলাকায় ঘোরাফেরা করতে দেখা গেছে। শনিবার সকালে মাছের ঘেরের পানিতে ওই বৃদ্ধার মরদেহ ভাসতে দেখে এলাকার মানুষ পুলিশকে খবর দেয়।
মঙ্গলকোট ইউনিয়ন বিট পুলিশিং কেশবপুর থানার উপ-পরিদর্শক আবুল হোসেন বিষয়টি নিশ্চিত করেন।তিনি বলেন, অজ্ঞাত ওই বৃদ্ধার মরদেহ কন্দর্পপুর গ্রামের জনৈক খোরশেদ শেখের মৎস ঘেরের পানি থেকে উদ্ধার করা হয়েছে। এখনো তার পরিচয় জানা যায়নি। তদন্ত স্বাপেক্ষে বিস্তারিত জানা যাবে। লাশ মর্গে পাঠানো হয়েছে।