October 23, 2024, 3:25 am

সংবাদ শিরোনাম :
খুলনা পাইকগাছায় বিগত এক বছরে সড়ক দুর্ঘটনায় নিহত ১৪ আহত ৫৬  কয়রায় এক নারী বাসা বাড়ি কাজ করতে করতে বর্তমানে চা বিক্রি করেই স্বাবলম্বী কয়রা প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে পাইকগাছা উপজেলা বিএনপির সভাপতির মতবিনিময় সভা  আন্তরজাতকি এয়ারট্রাফকি কন্‌ট্রালারূক্স ডে উদযাপন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মোহাম্মদ আতিকুল ইসলামকে গ্রেফতার ১৯তম জাতীয় ফার্নিচার মেলা শুরু রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় কেশবপুরে বিসর্জনের মধ্য দিয়ে ৮৯ টি মন্ডপে  দুর্গা পূজা সুষ্ঠু ভাবে সম্পন্ন হলো  ঋণখেলাপি তারেক চৌধুরী অপকর্মের শেষ কোথায়।অবৈধ ক্ষমতার দাপটে গড়ে তুলেছেন ক্যাডার বাহিনি বিপুল পরিমাণ স্বর্ণালংকার চুরির ঘটনায় তিন গৃহকর্মী গ্রেফতার, ৩১ ভরি স্বর্ণালংকার উদ্ধার পূজামণ্ডপ পরিদর্শন করেন বেবিচক চেয়ারম্যান

কেশবপুরে কিশোরীদের সচেতনতামূলক  প্রশিক্ষণ অনুষ্ঠিত

পরেশ দেবনাথ, কেশবপুর, যশোরঃ

কেশবপুরে কিশোরীদের সচেতনতামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। কেশবপুরে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের (বিআরডিবি) ইরেসপো প্রকল্পের উদ্যোগে কিশোরীদের সচেতনতামূলক প্রশিক্ষণ মঙ্গলকোট ইউনিয়নে অনুষ্ঠিত হয়েছে। বৃহষ্পতিবার (৮ ফেব্রুয়ারী) দুপুরে উপজেলার ঐতিহ্যবাহী মঙ্গলকোট মাধ্যমিক বিদ্যালয়ে পল্লী উন্নয়ন কিশোরী সংঘের ১শ‘ জন ছাত্রীকে নিয়ে বাল্যবিবাহ ও ইভটিজিং প্রতিরোধে ওই প্রশিক্ষণর অনুষ্ঠিত হয়।

কেশবপুর উপজেলা নির্বাহী অফিসার তুহিন হোসেন-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, অর্থ বিভাগের উপসচিব মাহমুদা আক্তার। উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা সুজন কুমার চন্দ্রের পরিচালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, বিআরডিবির উপপ্রকল্প পরিচালক জহিরুল ইসলাম, বিআরডিবির ইরেসপো প্রকল্পের সহকারী পরিচালক শরিফুল ইসলাম, সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা হংশপতি বিশ্বাস, মঙ্গলকোট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেজাউল করিম প্রমুখ। (বিআরডিবি)-এর ইরেসপো প্রকল্পের উদ্যোগে কিশোরীদের সচেতনতামূলক প্রশিক্ষণ গ্রহনে শিক্ষার্থীরা খুশি প্রকাশ করে।

প্রশিক্ষণে অংশ নেওয়া ছাত্রীরা বাল্যবিবাহ ও ইভটিজিং প্রতিরোধে তাদের অনুভূতি প্রকাশ করে। অনুষ্ঠানের অতিথিবৃন্দ ছাত্রীদের হাতে বিভিন্ন উপকরণ তুলে দেন।

পরে অর্থ বিভাগের উপসচিব মাহমুদা আক্তার বিআরডিবির আওতাভূক্ত ইরেসপো প্রকল্পের উপজেলার ৪ নং বিদ্যানন্দকাটি ইউনিয়নের বিদ্যানন্দকাটি পূর্বপাড়া পল্লী উন্নয়ন মহিলা সমিতির সদস্যদের সাথে উঠান বৈঠকে অংশগ্রহন করেন। এসময়, তিনি তাদের বিভিন্ন পরামর্শ প্রদান করেন। এরপর তিনি ইরেসপো প্রকল্পের উদ্যোক্তা ঋণী সদস্যদের খামার পরিদর্শন করেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন