December 26, 2024, 2:57 pm
পরেশদেবনাথ,কেশবপুর,যশোরঃ কেশবপুরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মতো মঙ্গলকোট সবুজ শিক্ষা নিকেতনে বই বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শিক্ষার্থী ও অভিভাবকদের উপস্থিতিতে উৎসবমূখর পরিবেশে বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণের মধ্য দিয়ে বই উৎসব অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১ জানুয়ারি) সকালে উপজেলার মঙ্গলকোট ইউনিয়নের মঙ্গলকোট সবুজ শিক্ষা নিকেতনে স্থানীয় বাজার উন্নয়ন কমিটির সভাপতি ডাঃ জুলফিকার আলী গাজী-এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিদ্যাপীঠের প্রতিষ্ঠাতা ডাঃ মোঃ আবু বকর সিদ্দিক।
উপস্থিত ছিলেন, মঙ্গলকোট সমাজ কল্যাণ সংস্থার পরিচালক এস,এম কোরবান আলী শেখ, হিতাকাঙ্ক্ষী ও আওয়ামী লীগ নেতা আব্দুল খালেক মোড়ল, প্রাক্তন অভিভাবক ও মঙ্গলকোট ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক আশুতোষ হালদার, খুলনা বিশ্ববিদ্যালয়ের সহকারী রেজিস্ট্রার (এই প্রতিষ্ঠানের ছাত্র) মোঃ জাহাঙ্গীর হোসেন, দৈনিক আজকের সংবাদ পত্রিকার কেশবপুর উপজেলা প্রতিনিধি পরেশ চন্দ্র দেবনাথ, বসুন্তিয়া উন্নয়ন সংস্থার পরিচালক আব্দুর রহিম, ডাঃ আব্দুস সাত্তার, প্রাক্তন শিক্ষক ডাঃ নজর উদ্দিন সানা, সংগীত শিল্পী অরূপ ব্রহ্ম, সংগঠন কামনা মল্লিক, শিক্ষক জিয়াউর রহমান প্রমূখ।
কেশবপুরের মঙ্গলকোট সবুজ শিক্ষা নিকেতনে ভর্তি চলছে। নতুন আঙ্গিকে ২০২৪ ইং শিক্ষাবর্ষে শিশু থেকে ৫ ম শ্রেণী পর্যন্ত অভিজ্ঞ শিক্ষকমণ্ডলী ও দক্ষ ম্যানেজিং কমিটি দ্বারা পরিচালিত হয়ে আসছে।