December 23, 2024, 8:01 am
পরেশদেবনাথ,কেশবপুর,যশোরঃ আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে যশোর-৬ কেশবপুর আসনের স্বতন্ত্র প্রার্থী এইচ এম আমির হোসেন বৃহস্পতিবার (০৪ জানুয়ারি) দিনভর বিভিন্ন ইউনিয়নে পথসভা করেছেন।
কেশবপুর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি, কেশবপুর থেকে দুইবার নির্বাচিত প্রাক্তন উপজেলা চেয়ারম্যান স্বতন্ত্র প্রার্থী এইচ এম আমির হোসেন কাঁচি প্রতীক নিয়ে তিনি মঙ্গলকোট, বিদ্যানন্দকাটি, কেশবপুর সদরসহ বিভিন্ন ইউনিয়নের বাজার ও গ্রামে পথসভায় করেন। এ-সময় তার সাথে ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও সাগরদাঁড়ি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান কাঁচি প্রতীকের নির্বাচনের প্রধান সমন্বয়ক শাহাদাত হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক গৌতম কুমার রায়, উপজেলা যুবলীগের আহ্বায়ক ও পৌর কাউন্সিলর বিএম শহিদুজ্জামান শহিদ, মঙ্গলকোট ইউনিয়ন নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক আব্দুল খালেক মোড়ল, গোরীঘোনা ইউনিয়ন পরিষদের প্যানেন চেয়ারম্যান শেখ মোস্তাফিজুর রহমান কাজল, মঙ্গলকোট ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক আশুতোষ হালদার, যুবলীগ নেতা টিপু খান, মঙ্গলকোট ইউনিয়ন যুবলীগের আহবায়ক আল আলাল দিলু, যুগ্ম- আহবায়ক ফারুক হোসেন, ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান খান মুকুল-সহ বিভিন্ন এলাকার নেতৃবৃন্দ। এসময় তিনি আগামী ৭ জানুয়ারি ভোটের দিন নির্ভয়ে ভোট কেন্দ্রে গিয়ে তার কাঁচি মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করার জন্য ভোটারদের প্রতি আহ্বান জানান।