October 22, 2024, 11:46 am

সংবাদ শিরোনাম :
কয়রা প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে পাইকগাছা উপজেলা বিএনপির সভাপতির মতবিনিময় সভা  আন্তরজাতকি এয়ারট্রাফকি কন্‌ট্রালারূক্স ডে উদযাপন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মোহাম্মদ আতিকুল ইসলামকে গ্রেফতার ১৯তম জাতীয় ফার্নিচার মেলা শুরু রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় কেশবপুরে বিসর্জনের মধ্য দিয়ে ৮৯ টি মন্ডপে  দুর্গা পূজা সুষ্ঠু ভাবে সম্পন্ন হলো  ঋণখেলাপি তারেক চৌধুরী অপকর্মের শেষ কোথায়।অবৈধ ক্ষমতার দাপটে গড়ে তুলেছেন ক্যাডার বাহিনি বিপুল পরিমাণ স্বর্ণালংকার চুরির ঘটনায় তিন গৃহকর্মী গ্রেফতার, ৩১ ভরি স্বর্ণালংকার উদ্ধার পূজামণ্ডপ পরিদর্শন করেন বেবিচক চেয়ারম্যান প্রতি হিংসার শিকার বিএনপি নেতা কবির চৌধুরী  সংবাদ সংগ্রহ করতে হেনস্তার স্বীকার এশিয়ান টিভির স্টাপ রিপোর্টার ফরিদ আহমেদ নয়ন থানায় অভিযোগ

কেশবপুরের বিভিন্ন ইউনিয়নে পরীক্ষার ফলাফল ঘোষনা

পরেশদেবনাথ,কেশবপুর,যশোরঃ কেশবপুরের বিভিন্ন ইউনিয়নের শহীদ খালেক প্রাথমিক বিদ্যালয়, পাঁচারই সঃ প্রাঃ বিদ্যালয়, পাঁচারই-পাথরা সঃ প্রাঃ বিদ্যালয়, বড়েঙ্গা সঃ প্রাঃ বিদ্যালয়, কেদারপুর সঃ প্রাঃ বিদ্যালয়, রামকৃষ্ণপুর সঃ প্রাঃ বিদ্যালয়, বসুন্তিয়া সঃ প্রাঃ বিদ্যালয়, মঙ্গলকোট মাধ্যমিক বিদ্যালয়, মধ্যকুল মধ্যপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়, বিদ্যানন্দকাটি সঃ প্রাঃ বিদ্যালয়, লালপুর সঃ প্রাঃ বিদ্যালয়, হাড়িয়াঘোপ সঃ প্রাঃ বিদ্যালয়, কানাইডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়, পাথরঘাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ উপজেলার বিভিন্ন বিদ্যালয়ে ৩য় প্রান্তিক মূল্যায়ন পরীক্ষার ফলাফল ঘোষনা করা হয়েছে।

বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) সকাল ১১ টায় স্ব-স্ব বিদ্যালয় প্রাঙ্গনে শিক্ষক, অভিভাবক, এস,এম,সি সদস্য ও এলাকার শিক্ষানুরাগীদের উপস্থিতিতে ওই ফলাফল ঘোষনা করা হয়েছে।

মঙ্গলকোট শহীদ খালেক প্রাথমিক বিদ্যালয়ে এস,এম,সি’র সভাপতি প্রভাত কুমার রায়-এর সভাপতিত্বে এবং বিদয়ালয়ের শিক্ষক এনামুল কবিরের সঞ্চালনায়, প্রধান অতিথির বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা মোঃ সামছুর রহমান, প্রধান শিক্ষক তপন কুমার সরকার, সহ-সভাপতি জোনাব আলী মোড়ল, মঙ্গলকোট মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক আবু দাউদ, মঙ্গলকোট স্বেচ্ছাসেবক লীগ নেতা মোক্তার আলী, জাতীয় পার্টির নেতা জালাল উদ্দিন সরদার, এলাকা মহিলা মেম্বর ও এস,এম,সি সদস্য আমেনা বেগম, বিদ্যালয়ের সহ-শিক্ষক শ্যামলী রাণী চক্রবর্তী প্রমুখ। বিদ্যালয়ে শিক্ষার্থী ও তাদের অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।

অন্যদিকে, আলতাপোল মধ্যপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় এর তৃতীয় প্রান্তিক মূল্যায়ন-২০২৩ এর ফলাফল মহা উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে প্রকাশ করা হয়েছে। পাশাপাশি মেধাবী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

বৃহস্পতিবার রিমঝিম বৃষ্টির কারণে বিদ্যালয় কক্ষে ফলাফল প্রকাশ করা হয়। বিদ্যালয়ের সভাপতি হাসান মাহবুব বাবুর সভাপতিত্বে এবং বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ মশিয়ার রহমানের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান।

প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক গৌতম রায়, বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কেশবপুর ৬ নম্বর ইউনিয়ন পরিষদের ৪,৫,৬ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত আসনের মহিলা সদস্য শাহনাজ কামরুল,

বিদ্যালয়ে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ম্যানেজিং কমিটির সম্মানিত সদস্যবৃন্দ, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, সম্মানিত অভিভাবকবৃন্দ। বিদ্যালয়ে ২য় শ্রেণী থেকে প্রথম স্থান অধিকার করেছে আরিয়ান হাসান অরীন, ৩য় শ্রেণী থেকে প্রথম স্থান অধিকার করেছে মেহজাবিন সানাম বর্ষা, ৪র্থ শ্রেণী থেকে প্রথম স্থান অধিকার করেছে আচল বিশ্বাস, ৫ম শ্রেণী থেকে প্রথম স্থান অধিকার করেছে শ্রাবন্তী বিশ্বাস।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন