December 22, 2024, 11:02 pm
পরেশদেবনাথ,কেশবপুর,যশোরঃ ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতাল মেডিসিন, হৃদরোগ ও বাতজ্বর বিশেষজ্ঞ অধ্যাপক ডা. গোবিন্দ চন্দ্র রায়-এর পিতার ৯ ম মৃত্যুবার্ষিকী পালন করা হয়েছে।
সোমবার (১১ ডিসেম্বর) দিনভোর উপজেলার বিদ্যানন্দকাটি ইউনিয়নের বিদ্যানন্দকাটি গ্রামে ওই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অধ্যাপক ডা. গোবিন্দ চন্দ্র রায়-এর পিতা সমাজ সেবক সুধীর কুমার রায় ইং-২০১৪ সালে নিজ বাসভবনে বার্ধক্যজনিত কারণে মৃত্যুবরণ করেন।
ধর্মানুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন, মণিরামপুর শ্রী রাধা মদনমোহন সেবা মন্দিরের সেবায়েত শ্রী মহান্ত শ্রীশ্রী ১০৮ গোবিন্দ দাস বাবাজী (গৌতম) মহারাজ।
নামাকৃত্তনে ছিলেন বিজয়রামপুর, মণিরামপুরের ব্রজবালক সম্প্রদায়, পরিচালনায়-দীপক কুমার দে, মাষ্টার-অসীম অধিকারী। গতরাতে অধিবাস কীর্তন অনুষ্ঠিত হয়। বিভিন্ন এলাকার হাজারোর্ধো ভক্ত এই অনুষ্ঠানে যোগদান করেন।