December 23, 2024, 7:43 am
পরেশ দেবনাথ, কেশবপুর, যশোরঃ কেশবপুরের বিদ্যানন্দকাটি ইউনিয়ন আওয়ামীলীগের ৪ টি ওয়ার্ডে জাতীয় শোক দিবসের কর্মসূচি পালন করা হয়েছে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন উপলক্ষে শণিবার (১২ আগস্ট) বিকেলে কেশবপুরের বিদ্যানন্দকাটি ইউনিয়নের ১, ২, ৩, ও ৪ নং ওয়ার্ড আওয়ামী লীগ পৃথক কর্মসূচী পালন করে।
বিদ্যানন্দকাটি ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে আলোচনা সভা, দোয়া মাহফিল ও গনভোজ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আব্দুল মান্নান গাজীর সভাপতিত্বে এবং যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, যশোর- ০৬ আসনের সংসদ সদস্য ও যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদার।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কেশবপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম রুহুল আমিন, যশোর জেলা আওয়ামী লীগের সদস্য পৌর মেয়র রফিকুল ইসলাম, কেশবপুর উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মফিজুর রহমান মফিজ, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক এস এম বাবর আলী ও বিদ্যানন্দকাটি ইউপি চেয়ারম্যান আমজাদ হোসেন।
০১ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আহসান হাবিব মিলনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক লিটন হোসেনের সঞ্চালনায় তেঘরি সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে শোক দিবস উপলক্ষে আলোচনা সভা, দোয়া মাহফিল ও গনভোজ অনুষ্ঠিত হয়েছে।
৩ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি হোসেন আলীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আব্দুল আলিমের সঞ্চালনায় খোপদই সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে শোক দিবস উপলক্ষে আলোচনা সভা, দোয়া মাহফিল ও গনভোজ অনুষ্ঠিত হয়েছে।
৪ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি নাজমূল হুদার সভাপতিত্বে এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সামছুর রহমানের সঞ্চালনায় হাড়িয়াঘোপ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে শোক দিবস উপলক্ষে আলোচনা সভা, দোয়া মাহফিল ও গনভোজ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে আওয়ামিলীগ ও অংগ সংগঠনের সকল পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।