December 23, 2024, 2:44 am
পরেশ দেবনাথ,কেশবপুর,যশোরঃ যশোর, কেশবপুরের গৌরীঘোনা প্রেসক্লাবের পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ সেপ্টেম্বর-২৪) সকাল ১১ টায় গৌরীঘোনা বাজারস্ত বাংলাদেশ আমেরিকা মৈত্রী মার্কেটের দ্বিতীয় তলায় গৌরীঘোনা প্রেসক্লাবের আয়োজনে আড়ম্বরপূর্ণ পরিবেশে ওই পরিচিতি সভা অনুষ্ঠিত হয়।
গৌরীঘোনা প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির সভাপতি জিএম আব্দুস সালাম সবুজ-এর সভাপতিত্বে ও দপ্তর সম্পাদক জি এম হিরোন তারেকের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তৃতা করেন, মণিরামপুর সার্কেল (এএসপি) কাজী আবু দাউদ, কেশবপুর থানা অফিসার ইনচার্স জহিরুল আলম, গৌরীঘোনা প্রেসক্লাবের উপদেষ্টা ও কেশবপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস আর সাঈদ, গৌরীঘোনা প্রেসক্লাবের উপদেষ্টাদের মধ্যে অবসরপ্রাপ্ত শিক্ষক অশোক কুমার দে, গৌরীঘোনা মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আরজান আলী ও গৌরীঘোনা বাজার কমিটির সভাপতি মোঃ অমেদ আলী, চুকনগর প্রেসক্লাবের সভাপতি সিনিয়র সাংবাদিক রুহুল আমীন, সাধারণ সম্পাদক গাজী আব্দুল কুদ্দুস, সাবেক সেনাকর্মকর্তা মোঃ ফেরদৌস হোসেন, অবসরপ্রাপ্ত শিক্ষক মাওলানা আব্দুর রাজ্জাক, চহাড়া দাখিল মাদ্রাসার সহ-সুপার রবিউল ইসলাম, জামাত নেতা হাবিবুর রহমান প্রমুখ।
বিশেষ অতিথি ছিলেন, কেশবপুর ন্যাশন্যাল প্রেস সোসাইটি’র সভাপতি শামীম আখতার মুকুল, সাগরদাঁড়ি প্রেসক্লাবের সভাপতি এনামুল হাসান নাঈম, ভেরচী পুলিশ ক্যাম্পের ইনচার্স শামীম হোসেন, গৌরীঘোনা প্রেসক্লাবের সহ-সভাপতি পরেশ দেবনাথ, সাধারন সম্পাদক এস এম ইসমাইল হোসেন, যুগ্ন সাধারন সম্পাদক সোহেল পারভেজ, সাংগঠনিক সম্পাদক গৌতম চট্রপধ্যায়, কোষাধক্ষ্য তুহিন হোসেন, প্রচার সম্পাদক আবু হাসান, সদস্য মজিবুর রহমান শাহীন, গৌরীঘোনা বাজার কমিটির সভাপতি অমেদ আলী, সাধারণ সম্পাদক শেখ হালিম, কোষাধ্যক্ষ রাজ্জাক শেখ, আব্দুল হালিম, সেলিম শেখ, আবু দাউদ, বোরহান, মশিয়ার শেখ, বিশ্বজিৎ দে, জুয়েল রানা, মোবাইদুল ফকির, আব্দুল কালাম, শাহিন, রহমান হোসেন, রেজাউল ইসলাম, হাদিবুর রহমান, অন্যান্য সদস্যবর্গসহ দেড় শতাধীক স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। প্রধান অতিথি নব নির্বাচিত গৌরীঘোনা প্রেসক্লাবের সকল সদস্যদের লেখনীর মাধ্যমে সত্য ঘটনা তুলে ধরার অনুরোধ জানিয়েছেন। অনুষ্ঠান শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন, মাওলানা রুহুল আমীন ও পবিত্র গীতা থেকে পাঠ করেন, গৌরীঘোনা প্রেসক্লাবের উপদেষ্টা ও অবসরপ্রাপ্ত শিক্ষক অশোক কুমার দে।