October 25, 2024, 12:21 pm

সংবাদ শিরোনাম :
খুলনা জেলা কারাগারে হাজতি ও কয়েদির সাথে মারামারি ৭ম আন্তর্জাতিক Flight Safety Seminar 2024 এর সমাপনী অনুষ্ঠান বিগত ১ বছরে দুবার ঝড়ে কপাল পোড়েছে কয়রা বাসির দুর্নীতিতে অভিযুক্ত তবুও নির্বাহী প্রকৌশলী শারমিনকে গাজীপুরে পদায়ন সাবেক কমিশনার হারুনের দাপটে বসত ভিটে ছড়া এক দম্পতি   খুলনা কয়রায় হামলা করে আসামি ছিনতাই, ৫ পুলিশ সদস্য আহত খুলনা পাইকগাছায় বিগত এক বছরে সড়ক দুর্ঘটনায় নিহত ১৪ আহত ৫৬  কয়রায় এক নারী বাসা বাড়ি কাজ করতে করতে বর্তমানে চা বিক্রি করেই স্বাবলম্বী কয়রা প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে পাইকগাছা উপজেলা বিএনপির সভাপতির মতবিনিময় সভা  আন্তরজাতকি এয়ারট্রাফকি কন্‌ট্রালারূক্স ডে উদযাপন

কেশবপুরের উপজেলা পরিষদের আয়োজনে  জাতীয় শোক দিবস পালন।

পরেশ দেবনাথ, কেশবপুর, যশোরঃ কেশবপুর উপজেলা পরিষদের আয়োজনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ৪৮ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস-২০২৩ পালন উপলক্ষে আলোচনা সভা, যুব ঋণের চেক, পুরস্কার বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৫ আগস্ট) সকালে উপজেলা মিলনায়তনে নির্বাহী অফিসার, এম,এম আরাফাত হোসেন-এর সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আরিফুজ্জামান।

কেশবপুর উপজেলা শিশু বিষয়ক কর্মকর্তা বিমল কুমার কুণ্ডু ও সহকারী উপজেলা শিক্ষা অফিসার প্রভাত কুমার রায়-এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, কেশবপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান যুদ্ধাহত বীর মুক্তি যোদ্ধা কাজী রফিকুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কেশবপুর মুক্তিযোদ্ধা সংসদের কমাণ্ডার বীর মুক্তিযোদ্ধা মহম্মদ আলী, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সজিব সাহা, কেশবপুর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি, তপন কুমার ঘোষ, উপজেলা পরিষদের মহিলা ভাইচ চেয়ারম্যান নাসিমা আক্তার সাদেক, ভাইচ চেয়ারম্যান পলাশ কুমার মল্লিক, পৌরসভার মেয়র, যশোর জেলা আওয়ামী লীগের সদস্য রফিকুল ইসলাম মোড়ল, কেশবপুর থানা অফিসার ইনচার্জ মোঃ মফিজুর রহমান, কেশবপুর নাগরিক সমাজের সভাপতি এ্যাডঃ আবুবক্কর সিদ্দিকী, শিশু বক্তা বিভাগীয় পর্যায়ে প্রতিযোগিতায় প্রধান তাহিয়া তাবাচ্ছুম আদৃতা, শিশু বক্তা খাদিজা সুলতানা জীম প্রমূখ। অনুষ্ঠানে মুক্তিযুদ্ধের ইতিহাস চিত্র তুলে ধরা হয়।

অনুষ্ঠানে মুক্তিযোদ্ধাগণ, বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, স্কুল-কলেজের ছাত্র-ছাত্রী, রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এর আগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

দোয়া পাঠ করেন, কেশবপুর উপজেলা জামে মসজিদের ঈমাম মাওলানা আব্দুর রহমান। আলোচনা সভা শেষ, যুব ঋণের চেক, পুরস্কার বিতরণ শে্যে নাস্তা দেওয়া হয়।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন