December 24, 2024, 1:46 pm

সংবাদ শিরোনাম :
দৌলতপুর এক রিক্সাচালকের মরদেহ উদ্ধার পোরশায় সাদিয়ানী কতৃক মানুষ হত্যার প্রতিবাদে গণপ্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এয়ারপোর্ট ইমার্জেন্সি এক্সারসাইজ-২০২৪ অনুষ্ঠিত জনগণের প্রত্যাশা পূরণে অন্তবর্তীকালীন সরকার ধীর গতিতে চলছে:উত্তরা পূর্ব থানা কর্মিসভায় আমিনুল হক পারিবারিক কলহের জেরে আপন ভাই কর্তৃক জলিল হত্যা মামলার পলাতক আসামি সাগর (২০) কে চট্টগ্রাম থেকে গ্রেফতার করেছে র‌্যাব-১ ও র‍্যাব-৭ লাখো মুসল্লির অশ্রু সজল নয়নে আমিন-আমিন ধ্বনীতে আখেরি মোনাজাতের মধ্যদিয়ে শেষ হলো দাওয়াতে ইসলামীর তিন দিনের ইজতেমা কালীগঞ্জে ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী জামিনী কান্ত, গ্রেফতার  ২৯০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে ডিবি-গুলশান সিভিল এভিয়েশন একাডেমিতে ICAO CAA Approval of Training Organizations (ATO) Course এর সমাপনী অনুষ্ঠিত খুলনায় সন্ত্রাসীদের গুলিতে একজন নিহত

কেন্দ্রীয় ছাত্রলী‌গের উপ-সমাজ সেবা সম্পাদক পদ পে‌লেন বিমানবন্দ‌রের রায়হান হো‌সেন।

নিজস্ব প্রতি‌বেদকঃ বাংলা‌দেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী ক‌মি‌টির উপ-সমাজ সেবা সম্পাদক হি‌সে‌বে ম‌নো‌নিত হ‌য়ে‌ছেন ঢাকা বিমানবন্দর থানা ছাত্রলী‌গে সা‌বেক সাংগঠ‌নিক সম্পাদক মোঃ রায়হান হো‌সেন। কেন্দ্রীয় ছাত্রলী‌গের সভাপ‌তি,আল না‌হিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক,লেখক ভট্রাচার্জ তা‌কে এ প‌দে আসীন ক‌রেন। রায়হান দ‌ক্ষিণখান নদ্দা পাড়া এলাকার স্হায়ী বা‌সিন্দা।

দীর্ঘ দিন বিমানবন্দর থানা ছাত্রলী‌গের মাধ‌্যমে বৃহত্তর উত্তরার ছাত্র রাজনী‌তি‌তে রাজপ‌থে স‌ক্রিয় ভূ‌মিকা পালন ক‌রে যা‌চ্ছেন। তার গ্রা‌মের বা‌ড়ি মু‌ন্সিগন্জ সিরাজ‌দিখান চিত্র‌কোটের কালশুর গ্রা‌মে। ছোট বেলা থে‌কেই জা‌তির জনক বঙ্গবন্ধুর প্রতি প্রবল শ্রদ্ধা ভ‌ক্তি নি‌য়ে রাজনী‌তি করার সপ্ন বু‌নে‌ছেন।

জা‌তির জনক বঙ্গবন্ধু শেখ মু‌জিবুর রহমান সরকা‌রি মহা‌বিদ‌্যালয় শাখার সহ-সভাপ‌তি হি‌সে‌বে তার ছাত্রলী‌গের রাজনী‌তির হা‌তে খ‌রি।বিমানবন্দর থানা ছাত্রলীগ সভাপ‌তি,মাসুদ আলম দিপু ও সাধারন সম্পাদক,লিজাউর রহমান বিপুল ক‌মি‌টির সাবেক সহ- সম্পাদক নির্বা‌চিত হন।

পরবর্তী‌তে থানা ছাত্রলী‌গের সভাপ‌তি মেহেদী হাসান শরিফ ও সাহেদুল আজম কনক ক‌মি‌টির বিমানবন্দর থানা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক নির্বা‌চিত হন।তার ব‌লিষ্ঠ ছাত্র নেতৃ‌ত্বের ধরুন উক্ত ক‌মি‌টি‌তে তা‌কে সহ-সভাপ‌তি হি‌সে‌বে পদায়ন করা হয়।

এ‌ ব‌্যপা‌রে সদ‌্য পদ প্রাপ্ত মোঃ রায়হান হো‌সেন ব‌লেন, বঙ্গবন্ধুর সোনা বাংলা গড়ার সপ্ন নি‌য়ে ছাত্রলী‌গের রাজনী‌তি‌তে সম্পৃক্ত থে‌কে সর্ব সময় অ‌র্পিত দা‌য়িত্ব পাল‌নে অগ্রণী ভূ‌মিকা পালন ক‌রে‌ছি,কেন্দ্রীয় পদ লাভ করায় সে দা‌য়িত্ব‌বোধ অ‌নেকাং‌শে বে‌ড়ে গেল।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন