October 25, 2024, 8:20 pm

সংবাদ শিরোনাম :
ডেঙ্গু প্রতিরোধে দক্ষিণ খান বিএনপি’র ভিন্ন রকম ক্যাম্পেন  শেখ হাসিনাকে ৫৭ বার ফাঁসি দিলেও ক্ষতি পূরণ হবে না: সেলিম উদ্দিন। টাঙ্গাইল প্রেসক্লাবের সাধারণ সভায় আ’লীগ নেতাসহ ৯ জনের সদস্যপদ বাতিল পাইকগাছায় ঘুর্ণিঝড় ডানার প্রভাবে অসহায় দিনমজুর সহিলের মাথা গোজার ঠাইটুকু হারিয়ে ফেলেছে খুলনা জেলা কারাগারে হাজতি ও কয়েদির সাথে মারামারি ৭ম আন্তর্জাতিক Flight Safety Seminar 2024 এর সমাপনী অনুষ্ঠান বিগত ১ বছরে দুবার ঝড়ে কপাল পোড়েছে কয়রা বাসির দুর্নীতিতে অভিযুক্ত তবুও নির্বাহী প্রকৌশলী শারমিনকে গাজীপুরে পদায়ন সাবেক কমিশনার হারুনের দাপটে বসত ভিটে ছড়া এক দম্পতি   খুলনা কয়রায় হামলা করে আসামি ছিনতাই, ৫ পুলিশ সদস্য আহত

কুড়িগ্রামে বাল্যবিবাহ,নারী নির্যাতন প্রতিরোধে জনস চেতনতামূলক সভা

 নিজস্ব প্রতিবেদক:কুড়িগ্রাম কুড়িগ্রাম সদরের যাত্রাপুর ও ঢুষমারার প্রত্যন্ত চরের সম্মানিত নাগরিকদের সাথে বাল্যবিবাহ, নারী নির্যাতন, মাদক ও জুয়া প্রতিরোধে জেলা পুলিশের জনসচেতনতামূলক সভা। বুধবার ( ৩১ মে) সকালে কুড়িগ্রাম থানাধীন যাত্রপুর ইউনিয়নের প্রত্যন্ত চরে ফ্রেন্ডশিপ এর আয়োজনে মাদক,জুয়া,যৌন নিপীড়ন,নারী নির্যাতন,বাল্যবিবাহসহ সামাজিক অপরাধ/অবক্ষয় ও উন্নয়নমূলক কর্মকান্ডসহ লিগ্যাল এইডের মাধ্যমে আইনি সহায়তা গ্রহনের বিষয়ে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলার পুলিশ সুপার আল আসাদ মো. মাহফুজুল ইসলাম।

আরো উপস্থিত ছিলেন জেলা লিগ্যাল এইড অফিসার (সিনিয়র সহকারী জজ) মোছাঃ শারমিন আক্তার, কুড়িগ্রাম সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার এ.কে.এম. ওহিদুন্নবী, ফ্রেন্ডশিপ সু-শাসন প্রকল্পের সিনিয়র রেজুনাল ম্যানেজার মো. নাইম কামরান, যাত্রপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মো. আব্দুল গফুর, কুড়িগ্রাম থানার পুলিশ পরিদর্শক তদন্ত জনাব এম আর সাঈদ সহ জেলা পুলিশ ও ফ্রেন্ডশিপ এর অন্যান্য সদস্যবৃন্দ ও সম্মানিত নাগরিকবৃন্দ।

সভায় উপস্থিত জেলা লিগ্যাল এইড অফিসার লিগ্যাল এইডের বিভিন্ন কার্যক্রম সম্পর্কে সকলকে অবগত করেন এবং চর এলাকার বিশেষকরে যে সকল সম্মানিত নাগরিকদের মামলা চালানোর সামর্থ্য নেই তাদের বিনা পয়সায় সরকারি অর্থায়নে উকিল নিয়োগের মাধ্যমে মামলা পরিচালনা করার বিষয়ে বিস্তারিত তথ্য প্রদান করেন। এছাড়াও ফৌজদারী বিষয় হওয়ার উপক্রম হলে জেলা লিগ্যাল এইডের মাধ্যমে মিমাংসাযোগ্য ক্ষেত্রে দুই পক্ষকে ডেকে সমাধান করার প্রেরণা ও প্রেষণা ব্যক্ত করেন।

সভায় পুলিশ সুপার আল আসাদ মো. মাহফুজুল ইসলাম উপস্থিত সম্মানিত নাগরিকদের সামাজিক অপরাধ দমন, সামাজিক সমস্যার সমাধান ও উন্নয়নমূলক কর্মকান্ড অংশগ্রহণে পুলিশকে সর্বাত্মক সহযোগিতা করার আহবান জানান এবং সকলে সম্মিলিত ভাবে সদাশয় সরকারের উন্নয়ন ও অগ্রযাত্রাকে তরান্বিত করতে চর এলাকায় বাল্যবিবাহ, নারী নির্যাতন, মাদক ও জুয়া সহ সকল প্রকার অপরাধ দমনে সকলকে গুরুত্বপূর্ণ অবদান রাখার প্রেরণা ও প্রেষণা ব্যক্ত করেন।

পাশাপাশি একই তারিখে কুড়িগ্রাম জেলার ঢুষমারা থানার প্রত্যন্ত চরে ঢুষমারা থানা পুলিশের আয়োজনে স্থানীয় জনপ্রতিনিধি ও সম্মানিত নাগরিকদের উপস্থিতিতে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়। এ সময় প্রত্যন্ত চর এলাকার সম্মানিত নাগরিকদের পুলিশি সেবা নিশ্চিত ও মাদক,জুয়া,যৌন নিপীড়ন,নারী নির্যাতন,বাল্যবিবাহসহ সামাজিক অপরাধ/অবক্ষয় ও উন্নয়নমূলক কর্মকাণ্ডসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়। উক্ত ওপেন হাউজ ডে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলার অতিরিক্ত পুলিশ সুপার) ক্রাইম অ্যান্ড অপস্) মো. সাজ্জাদ হোসেন, ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মো. ফরহাদ হোসেন, সাধারন সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান আবু তালেব ফকির, ইউনিয়ন যুবলীগের সভাপতি ও নটারকান্দি উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো. জহুরুল হক সহ স্থানীয় ইউপি সদস্যবৃন্দ ও সম্মানিত নাগরিকবৃন্দ। উন্নয়ন ও অগ্রযাত্রায়-নাগরিকের পাশে সর্বদাই কুড়িগ্রাম জেলা পুলিশ।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন