December 23, 2024, 8:46 am
মো.হাসমত উল্লাহঃ লালমনিরহাটের কালীগঞ্জে ইদুর নিধনের শুভ উদ্ভোধন ও সার বীজ বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।কালীগঞ্জ উপজেলা কৃষি সমপ্রশারন অধিদপ্তর কতৃক আয়োজিত শুভ উদ্ভোধন ইদুর নিধন ও সার বীজ বিতরণ উপজেলা কৃষক প্রশিক্ষন কেন্দ্রে গত ৬নভেম্বর আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
কালীগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা তুষার কান্তি রায়,এর সভাপতিত্বে ইদুর নিধনের শুভ উদ্ভোধন ও সার বীজ বিতরণ এর বিভিন্ন কর্ম কান্ডে কৌশল অবলম্বন করে ইদুর নিধন নিয়ন্ত্রণ করার ও সার বীজের উপর গুরুত্বরোপ করে অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন প্রধান অতিথি কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সিফাত আনোয়ার তুমপা, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণী সম্পদ অফিসার ডা:ফেরদৌসুর রহমান, উপজেলা আইসিটি অফিসার মোস্তাফা চৌধুরী,
অতিরিক্ত কৃষি অফিসার আরিফুর রহমান,উপসহকারী আলতাফ হোসেন, বিভিন্ন ইউনিয়নে উপসহকারী কৃষি অফিসার চন্দ্রপুর ইউনিয়নের হারুন অর রশিদ, চলবলা ইউনিয়নে রবিউল ইসলাম।
অনুষ্ঠান শেষে জীবিত ইদুর প্রকাশ্যে মারা হয়।উপজেলা কৃষি কর্মকর্তা তুষার কান্তি রায়,বলেন সকল কৃষক কে বলা হচ্ছে যাহারা ইদুর মেরে বেশি ইদুরের লেচ জমা দিতে পারবেন তাদেরকে পুরুষকৃত্ত করা হবে। অনুষ্ঠানে সার ব্যবসায়ী,বিভিন্ন ইউনিয়নের কৃষক, কৃষানী,কৃষি দপ্তরের কর্মকর্তা কর্মচারী উপস্থিত ছিলেন।