December 23, 2024, 12:44 pm
মনির হোসেন জীবন- রাজধানীর কামরাঙ্গীরচর এলাকায় একটি রেস্টুরেন্টে ফ্যানের সুইচ ও বাল্ব লাগানের সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক রেস্টুরেন্ট বাবুর্চির সহযোগীর মৃত্যু হয়েছে।
পুলিশ জানিয়েছে, নিহতের নাম মো. মিজান (২৩)। সে
ডার্লিংপয়েন্ট রেস্টুরেন্টে বাবুর্চির সহযোগী হিসেবে কাজ করতেন। মিজান ঝাউলাহাটি এলাকায় একটি মেসে থাকতেন। বরিশাল জেলায় তার গ্রামের বাড়ি।
আজ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ওসি) মো. বাচ্চু মিয়া এসব তথ্য জানান।তিনি জানান, সোমবার সকাল ১০ টার দিকে কামরাঙ্গীরচর থানার ঝাউলাহাটি চৌরাস্তা ডার্লিংপয়েন্ট রেস্টুরেন্টে এ দুর্ঘটনা ঘটে। পরে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা নিরীক্ষার পর বেলা সাড়ে ১১টার দিকে মৃত ঘোষণা করেন।
নিহত মিজানের সহকর্মী আরিফ জানান, আমরা ডার্লিং পয়েন্ট রেস্টুরেন্টের কর্মচারী। আমাদের হোটেল এক জায়গায় কিন্তু রান্না হয় আরেক জায়গায়। যেখানে রান্না হয় সেখানে একটি তার, ফ্যানের সুইচ ও বাবুর্চীখানায় বাল্ব নষ্ট হয়ে যায়। মিজান বাল্ব লাগানোর সময় তারটি ধরলে হঠাৎ বিদ্যুৎস্পৃষ্টে হয়ে অচেতন হয়ে পড়ে মিজান । পরে আমরা তাকে মুমুর্ষ অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তবে, তার বিস্তারিত ঠিকানা এখন ও পর্যন্ত পাওয়া যায়নি।ওসি মো. বাচ্চু মিয়া জানান, ময়নাতদন্তের জন্য নিহতের মরদেহ ঢামেক হাসপাতাল মর্গে জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।আমরা এবিষয়টি কামরাঙ্গীরচর থানাকে অবগত করেছি।