December 23, 2024, 5:05 pm
তামান্না আক্তারঃ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে লড়তে ঢাকা-১৮ আসন থেকে মনোনয়নপত্র কিনেছেন দয়াল কুমার বড়ুয়া। বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান সৈয়দ মুহাম্মদ ইবরাহিমের মনোনীত প্রার্থী হিসেবে বুধবার দুপুরে ঢাকা মহানগরের উত্তর সিটির আজিমপুর কাঁচা বাজার এর রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে উপস্থিত হয়ে মনোনয়ন ফরম কেনেন তিনি।
দয়াল কুমার বড়ুয়া বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি হিসেবেও দায়িত্ব পালন করেছেন। এ ছাড়া তিনি বাংলাদেশ সরকারের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের আওতাধীন বিভিন্ন বিদ্যুতায়ন প্রজেক্ট সফলভাবে বাস্তবায়ন করে যাচ্ছেন।
দয়াল কুমার বড়ুয়া একজন কলামিস্টও। জন্মসূত্রে চট্টগ্রামের হলেও তিনি দীর্ঘদিন ঢাকায় থেকে সফলভাবে সারা দেশের বিভিন্ন জেলায় সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম বাস্তবায়নে অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছেন।