December 23, 2024, 3:56 am
সোহেল রানা রাজশাহী বিভাগীয়ব্যুরো প্রধানঃ
কলেজ শিক্ষকদের শিক্ষাবিজ্ঞান ও বিষয়ভিত্তিক প্রশিক্ষণ কোর্স ব্যাচ ১০২ এবং কম্পিউটার প্রশিক্ষণ কোর্স, ব্যাচ ৮৭ উদ্বোধন করেছেন রাজশাহী-২ (সদর) আসনের মাননীয় সংসদ সদস্য অধ্যক্ষ শফিকুর রহমান বাদশা।
বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) বেলা ১০ টায় রাজশাহী উচ্চ মাধ্যমিক শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউটে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করেন তিনি।
এ সময় মাননীয় সংসদ সদস্য অধ্যক্ষ শফিকুর রহমান বাদশা শিক্ষকদের পেশাগত দক্ষতা উন্নয়নের মধ্যে দিয়ে দেশের জন্য নিবেদিত প্রাণ হয়ে কাজ করাসহ নানা পরামর্শ দেন। এছাড়া শিক্ষক সমাজের যে কোন সমস্যায় পাশে থাকার অঙ্গিকার করেন।
এরআগে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে তাকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। অনুষ্ঠানে এইচএসটিটিআই রাজশাহীর পরিচালক ড. মু. নাসির উদ্দিন মিঞা সভাপতিত্ব করেন।