December 24, 2024, 3:15 am
ডেক্স নিউজ – ইলশা যাদুতে মাতোয়ারা পুরো কলকাতা । বাংলাদেশ থেকে ইলিশ কলকাতার বাজারে পৌঁছামাত্রই উপচে পরা ক্রেতার ভীরে হিমসিম খেয়ে উঠছে বিক্রেতারা । বাংলাদেশ থেকে ভারতে ইলিশ রফতানির দ্বার উন্মোচণ হওয়ায় আত্মহারা হয়ে পরেছেন ভারতের কলকাতা রাজ্যের বাসিন্দারা। ।
বাংলাদেশ থেকে ইলিশ রপ্তানীর গড় মূল্য ধরা হয়েছে কেজি প্রতি ৫০৭ টাকা । কলকাতার বাজারে তা বিক্রয় হচ্ছে ১৬০০ টাকা ।
এমন উর্দ্ধমূখী দামের কারণে ইলিশ বেচা-কেনায় উত্তেজনা বাড়ছে । আর সেই তাপে ক্রেতার হাত নাগালে পৌছতে পারছে না । ফলে মিতব্যয়ী ভারতীয়রা ৭ জন ক্রেতা মিলে এক কেজির একটি ইলিশ কিনে তা ভাগ করে নিচ্ছেন । পাইকারি বাজারে ১৫০০ থেকে ১৬০০ রুপি প্রতি কেজি দরে বিক্রি হয় ইলিশ। একটু কম ওজনের এবং খানিকটা নরম হয়ে যাওয়া মাছ বিক্রি হয় ১১০০ থেকে ১২০০ রুপি দরে।
রপ্তানী উন্নয়ন বুর্যো সূত্রে জানা যায় , প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইলিশ রপ্তানী ঘোষণা দেবার পর মূলত তা ভারতে পৌছেছে ।
ছবি – নেট