December 23, 2024, 12:32 pm
সুধীর চন্দ্র দাস,কক্সবাজারঃ গত ১২ ফেব্রুয়ারী সোমবার কক্সবাজার পুলিশ সুপার কার্যালয়ে জেলার জানুয়ারি মাসের অপরাধ বিষয়ক কল্যাণ সভা অনুষ্টিত হয়। উক্ত সভায় চকরিয়া-পেকুয়ার দায়িত্বরত পুলিশ পরিদর্শক (ট্রাফিক) মোঃ নাছির উদ্দিন’কে যানজট নিরসন, অপরাধ নিয়ন্ত্রন এবং সার্বিক আইনসৃঙ্খলা রক্ষায় বিশেষ অবদানের জন্য কক্সবাজার জেলার শ্রেষ্ঠ পুলিশ পরিদর্শক (ট্রাফিক) পুরস্কার প্রদান করা হয়। এসময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার কক্সবাজার জেলা, অতিরিক্ত পুলিশ সুপার এডমিন (সদ্য পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত), অতিরিক্ত পুলিশ সুপার অপারেশন এন্ড ক্রাইম ( সদ্য পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত), অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল, অতিরিক্ত পুলিশ সুপার উখিয়া সার্কেল, অতিরিক্ত পুলিশ সুপার চকরিয়া সার্কেল এবং সিআইডি, পিবিআই, এপিবিএন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, টুরিস্ট পুলিশ এর ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।