October 25, 2024, 4:30 pm

সংবাদ শিরোনাম :
টাঙ্গাইল প্রেসক্লাবের সাধারণ সভায় আ’লীগ নেতাসহ ৯ জনের সদস্যপদ বাতিল পাইকগাছায় ঘুর্ণিঝড় ডানার প্রভাবে অসহায় দিনমজুর সহিলের মাথা গোজার ঠাইটুকু হারিয়ে ফেলেছে খুলনা জেলা কারাগারে হাজতি ও কয়েদির সাথে মারামারি ৭ম আন্তর্জাতিক Flight Safety Seminar 2024 এর সমাপনী অনুষ্ঠান বিগত ১ বছরে দুবার ঝড়ে কপাল পোড়েছে কয়রা বাসির দুর্নীতিতে অভিযুক্ত তবুও নির্বাহী প্রকৌশলী শারমিনকে গাজীপুরে পদায়ন সাবেক কমিশনার হারুনের দাপটে বসত ভিটে ছড়া এক দম্পতি   খুলনা কয়রায় হামলা করে আসামি ছিনতাই, ৫ পুলিশ সদস্য আহত খুলনা পাইকগাছায় বিগত এক বছরে সড়ক দুর্ঘটনায় নিহত ১৪ আহত ৫৬  কয়রায় এক নারী বাসা বাড়ি কাজ করতে করতে বর্তমানে চা বিক্রি করেই স্বাবলম্বী

কক্সবাজারে বিজিবি’র অভিযানে ঢাকা থেকে কক্সবাজারগামী বাস তল্লাশি করে ২.১৯৫ কেজি হেরোইন জব্দ।

জোবায়েরঃ বর্তমান সরকারের মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি যথাযথভাবে বাস্তবায়নকল্পে মাঠ পর্যায়ে বিজিবি’র অভিযানিক কর্মকাণ্ড এবং গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় কক্সবাজারে বিজিবি কর্তৃক পরিচালিত অভিযানে ঢাকা থেকে কক্সবাজারগামী একটি যাত্রীবাহী বাস তল্লাশি করে ২.১৯৫ কেজি হেরোইন জব্দ করা হয়েছে।

অদ্য ০৫ আগস্ট ২০২৩ তারিখ সকালে বিজিবি কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) গোপন তথ্যের ভিত্তিতে জানতে পারে যে, ঢাকা থেকে যাত্রীবাহী একটি বাসে করে হেরোইনের একটি চালান কক্সবাজারে আসছে। উক্ত তথ্যের ভিত্তিতে কক্সবাজার ব্যাটালিয়নের অধিনায়কের দিক নির্দেশনায় আনুমানিক সকাল ০৮২০ ঘটিকায় সহকারী পরিচালক শফিকুল ইসলামের নেতৃত্বে ব্যাটালিয়ন সদর হতে বিজিবি’র একটি চৌকস আভিযানিক দল কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা ইউনিয়নের উত্তর মুহুরি পাড়া নামক স্থানে মহাসড়কের ওপর অবস্থান গ্রহণ করে। কিছুক্ষণ পরে ঢাকা হতে কক্সবাজারগামী যাত্রিবাহী বাসটি বর্ণিত স্থানে আসলে তা তল্লাশির জন্য থামানো হয়। পরবর্তীতে বিজিবি আভিযানিক দল বাসটি তল্লাশি করে মালিকবিহীন ২.১৯৫ কেজি হেরোইন জব্দ করতে সক্ষম হয়।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন