December 22, 2024, 10:05 pm
সুধীরচন্দ্র দাশ,স্টাফ রিপোর্টারঃ কক্সবাজার জেলার নব গঠিত ঈদগাঁও উপজেলা মহিলা ফুটবল অনুর্ধ ১৬ খেলোয়াড় প্রশিক্ষণ উপলক্ষে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অর্থায়নে কক্সবাজার জেলা ক্রীড়া অফিসের তত্বাবধানে শুভ উদ্বোধন হয়েছে।
৪ ডিসেম্বর সোমবার বিকালে কক্সবাজার জেলা ক্রীড়া অফিসার মাইন উদ্দিন মিলকীর সভাপতিত্বে ইদগাঁও জাহানারা ইসলাম বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ৭ দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মসূচি উদ্ভোধন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঈদগাঁও উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি সুবল চাকমা, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক রাজিবুল হক চৌধুরী রিকো, উপস্থিত ছিলেন জানাহানারা ইসলাম বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক গিয়াস উদ্দিন, উপজেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি আবদুল মিজিদ খান, যুগ্ন সাধারণ সম্পাদক হাসান তারেক, ক্রীড়া ব্যক্তিত্ব নাসির উদ্দীন জয়, জাহানারা ইসলাম বালিকা উচ্চ বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক ও ক্রীড়া সংস্থার সদস্য আহমদ কবির, ঈদগাহ আদর্শ শিক্ষা নিকেতন ক্রীড়া শিক্ষক নুরুল আমিন, ইউনিসেফ এর কর্মকর্তা ও জেলা ফুটবল কোচ।