December 25, 2024, 7:18 pm
সুধীর চন্দ্র দাশ,কক্সবাজারঃ ২৫ ফেব্রুয়ারী রবিবার কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার বরইতলী ইউনিয়নের চেমছড়ি হিন্দুপাড়া পাহাড় বেষ্টিত মনোরম পরিবেশে সার্বজনীন শ্রী শ্রী লোকনাথ ধামে অনুষ্টিত হচ্ছে, মঙ্গলপ্রদীপ প্রজ্জ্বলন,মঙ্গলারতি,গুরুবন্দনা,শ্রী মদ্ভগবতগীতাপাঠ,শ্রী শ্রী বাবার পূজা,রাজভোগ নিবেদন,শ্রী মদ্ভগবতগীতাপাঠপ্রতিযোগিতা,মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্টান,শীতলভোগ নিবেদন,মহা নামযজ্ঞের শুভ অধিবাস,অষ্টপ্রহরব্যাপী মহানামযজ্ঞ,দীক্ষাদান,শ্রী গীতাদান,মহাপ্রসাদ বিতরন অনুষ্টিত হয়, চকরিয়া হাজারো সনাতন সম্প্রদায় নারী পুরুষ “বাবার পাদুকা উৎসবে” আনন্দ উৎসাহ উদ্দীপনায় অংশগ্রহন করেন।সমগ্র অনুষ্টান মালার পৌরোহিত্য করেন বাংলাদেশ লোকনাথ সেবক সংঘ,বাঁশখালী উপজেলা সভাপতি ও নাপোড়া হিমছড়ি শ্রী শ্রী লোকনাথ ও অনাথ আশ্রমের পূজনীয় অধ্যক্ষ শ্রী মৎ শ্রদ্ধানন্দ ব্রহ্মচারী।
মহোৎসব উদযাপন পরিষদের সভাপতি নিকাশ কান্তি দে, সাধারন সম্পাদক দিলীপ কুমার সেন,অর্থ সম্পাদক আপন দে, সার্বিক তত্ত্বাবধানে শীমুল দে, এ পবিত্র তিথিতে বাংলাদেশ সনাতনী সেবক সংঘ এর পক্ষ থেকে ১৫ জন শিক্ষার্থীদের শ্রী গীতা দান করা হয়। এ সময় বাংলাদেশ লোকনাথ ব্রহ্মচারি সেবক সংঘ এর কক্সবাজার জেলার সাংগঠনিক সম্পাদক সুধীর চন্দ্র দাশ,সনাতনী সেবক সংঘের চকরিয়া উপজেলা সাধারন সম্পাদক বিশ্বজিৎ বৈষ্ণব,সাংবাদিক মোহন কর দৈনিক স্বদেশ বিচিত্রা,সহ মন্দির,সমাজ ও মহোৎসব কমিটির সনাতনী ভক্তমন্ডলী উপস্থিত ছিলেন। বাবার একটি বানী হল “ক্রোধ ভাল কিন্তু ক্রোধান্ধ হওয়া ভাল নয়”,সোমবার ব্রাহ্মমুহুর্ত্তে অনুষ্টানের পরিসমাপ্তি হবে।