December 25, 2024, 7:14 am
সুধীর চন্দ্র দাশ,কক্সবাজারঃ চাকরীর ছুটিতে চট্টগ্রামের গার্মেন্টস ডিউটি শেষে ছুটির দিনে বাড়ী যাচ্ছিলেন রিকু কুমার দে নামের এক যুবক। সে কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার ডুলাহাজারা এলাকার ৮নং ওয়ার্ডের এর মৃত নলীন দে এর সন্তান। চট্টগ্রাম থকে বাসযোগে চকরিয়া ডুলাহাজারা বাজারে নেমে পায়ে হেঁটে নিজ বাড়ীর দিকে যাওয়ার পথিমধ্যে গত একুশ ফেব্রুয়ারী রাত আনুমানিক ০২.৪০ ঘটিকার সময় ০৩ জনের ম একটি ডাকাত দল হাতে বন্দুক, ধারালো দা ও লোহার হাতুড়ী সহ দেশীয় অবৈধ অস্ত্রশস্ত্র নিয়া পূর্ব পরিকল্পিতভাবে তার উপর অতর্কিত হামলা চালাই।
তার পরিবার দুর্নীতি রিপোর্ট ২৪.কম এর প্রতিবেদককে জানায় , রাতের আধারে আমার ছেলের মাথার সামনে, পিছনে ও মাথার উভয় পাশে পর পর ০৪টি কোপ মারিয়া গুরুতর রক্তাক্ত হাঁড়কাটা জখম করে। প্যান্টের পিছনের পকেটে মানিব্যাগে থাকা নগদ টাকা এবং বিভিন্ন কাপড়-চোপড়, চাকুরীর প্রয়োজনীয় কাগজপত্র, প্রসাধনী সামগ্রি, ব্যাগ সহ জোর পূর্বক ছিনিয়ে নেয়।
দুর্বৃত্তদের দা এর কোপ বাম হাত দিয়া প্রতিহত করাকালে তাহার বাম হাতের অনামিকা আঙ্গুলে স্বজোরে কোপ লাগিয়া গুরুতর রক্তাক্ত হাঁড়কাটা জখম হয়। ফলে প্রচুর রক্তক্ষরণ হইয়া সে মাটিতে পড়িয়া গেলে, আর্ত চিৎকারে পাড়ার লোকজন চারিদিক হতে আগাইয়া আসলে ডাকাত দল কৌশলে পালাইয়া যায়। আমরা গুরুতর রক্তাক্ত জখম অবস্থায় গাড়ী যোগে চকরিয়া সরকারি হাসপাতালে রুকু কে চিকিতসার জন্য ভর্তি করালাম
পরবর্তীতে আহত রিকু কুমার দে এর মা বাদী হয়ে অজ্ঞাত ৩ জনকে আসামী করে চকরিয়া থানায় এজাহার দায়ের করেন। এই বিষয়ে চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দুর্নীতি রিপোর্ট ২৪.কমকে জানায় খবর পেয়ে তাৎক্ষনিক পুলিশ টিম পাঠিয়ে আইনগত ব্যাবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছি।